তিলতত্ত্ব | শরীরের কোথায় তিল থাকলে কি হয়?

তিলতত্ব
(জার্মান জ্যোতিষী কার্যালয় হইতে গৃহীত)
ললাটে দক্ষিণপার্শ্বে নাসার উপরে তিল থাকিলে দৈবধন ও যশােলাভের সম্ভবনা। নেত্রের নিম্নে তিল
অধ্যাবসায়ীর চিহ্ন। গণ্ডস্থলে তিল থাকিলে ধনশালী হয় না। নিম্ন ও উপর ওষ্ঠের তিল বিলাসিতা ও
প্রেমিকার চিহ্ন। কষ্ঠের তিল বিবাহ দ্বারা ধনলাভ প্রকাশ করে। বক্ষস্থ তিল সুস্থ দেহ ও ভাগ্যের
পরিচায়ক। দক্ষিণপঞ্জরস্থ তিল হীনবুদ্ধির চিহ্ন। উদরের তিল পেটুক, স্বার্থপর ও পরিচ্ছদপ্রিয়তার লক্ষণ।
হৃদয়ের বিপরীতদিক তিল নৃশংসতার চিহ্ন। দক্ষিণবাহুর তিল দৃঢ়দেহ ও ধৈর্যশীলতার চিহ্ন। কণ্ঠস্থ তিল
ধৈর্যশীলতা বিশ্বাস ও ভক্তিমানের চিহ্ন। জ্বনিম্নস্থ তিল জীবনব্যাপী দুঃখ ও দারিদ্র্যের পরিচায়ক। ললাটের !
বামপার্শ্বের তিল (কেশের নিকটবর্তী) দুঃখ ও অসচ্চরিত্রের চিহ্ন। ললাটের বামপার্শ্বের (বা কর্ণের
দিকের) তিল অপব্যয়, নিন্দা ও অখ্যাতি ঘােষণা করে। নাসিকার দক্ষিণ পার্শ্বের (চক্ষুর দিকের) তিল
দীর্ঘজীবি, ধনবান ও অধ্যবসায়ীর চিহ্ন। নাসিকার বামপার্শ্বের তিল নির্ধনী, অপব্যয়ী ও মূর্থের পরিচায়ক।
বক্ষঃস্থলের মধ্যস্থ সরােম তিল বিশ্বাস ও কবিত্বশক্তির চিহ্ন। দক্ষিণপদের তিন জ্ঞানের পরিচায়ক।
বামগণ্ডের তিল দাম্পত্য- প্রেমে সুখী ও সৌভাগ্যের চিহ্ন। কর্ণমধ্যস্থ তিল ভাগ্য ও যশের চিহ্ন।।

Previous Next
No Comments
Add Comment
comment url