হাঁচি টিকটিকির ফল- টিকটিকি খনার বচন। hachi Tiktikir fol o bachon

হাঁচি টিকটিকির ফল। খনার বচন। 
খনার জিহ্বা কর্তন করিয়া বরাহ তাহা নিভৃত স্থানে রক্ষা করেন। খাদ্যদ্রব্য মনে করিয়া টিকটিকি ইহা ভক্ষণ করে। তত্ত্বধি টিকটিকির শব্দেও ভূত-ভবিষ্যৎ প্রকাশ হয়।
টিকটিকি হাঁচি ফল

শয়নে, ভােজনে, উপবেশনে বা দানে, বিবাহে, বিবাদে আর বস্ত্র পরিধানে এই সপ্ত কর্মে হাঁচি অতি সুশােভন।
অন্যকর্মে শুভ নাহি হয় কদাচন। বৃদ্ধ শিশু অথবা কক্ষের যে হাঁচি। যত্নপূর্বক সেই হাঁচি কদাচ না বাচি।।
গোধনের হাঁচি হয় মৃত্যুর কারণ। জ্যোতিষ বচনে ইহা অবশ্য বারণ। 
দিকের নির্ণয় করি বুঝহ সুবুদ্ধি। উর্ধ্ব ভাগে হৈলে হাঁচি ধনলাভ আর কার্যসিদ্ধি। পূর্বদিকে অগ্নিকোণে হৈলে ভয় হয়। দক্ষিণেতে অগ্নি ভয় যানহ নিশ্চয়। 
নৈঝতে কলহ লাভ, পশ্চিমেতে ভাব। বায়ুকোণে নববস্ত্র, গন্ধ, জয়লাভ। উত্তরে টিকটিকি হাঁচি স্ত্রী লাভ কারণ। ঈশানে হইলে মৃত্যু কে করে বারণ।
(অর্থাৎ আপনি উত্তর মুখে হয়ে হাঁচির সময় যদি টিকটিকি শব্দ করে তবে জানবেন বিবাহের সম্ভাবনা আছে। অবিবাহিত হলে আপনার বিবাহিত হলে স্বজনের।)

Previous Next
No Comments
Add Comment
comment url