কাক ডাকের ফলাফল (সময় ও দিক অনুসারে)

আমরা অনেক সময় দেখতে পারি আমাদের বাড়ির আশেপাশে কাকেরা ডাকাডাকি করে। অনেকেরই কৌতুহল হয়ে থাকে; কাক কেনো ডাকছে? এর কি কোন ফলাফল রয়েছে?

এই পোস্টের মাধ্যমে আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। জ্যোতিষ শাস্ত্রে “কাক তন্ত্র” নামে একটি বই রয়েছে। এছাড়াও তান্ত্রিক বিদ্যায় “কাক লজ্জাতুন্নেছা” নামে একটি গ্রন্থ রয়েছে। আরো একটু খুঁজে দেখলে এই বিষয়ে আরো কিছু বই পাওয়া যাবে। যে বইগুলো কাক চরিত্র নিয়ে রচিত।

আমরা সেই বই নিয়ে কথা বলবো না। তবে এই বইগুলো থেকে সংকলন করা কিছু কাক চরিত্রের বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলো হচ্ছে কাক ডাকের ফলাফল নিয়ে। কাক আপনার বাড়ির কোন দিকে ডাকলে কি হবে এবং কোন সময়ে ডাকলে কি রকম প্রভাব পড়তে পারে  আপনাদের উপর; তা নিম্নে উল্লেখ করা হলো।

ভোরে বা সূর্য উদয়ের আগে—

১। ভোরে যদি পূর্বে কাকের ডাক শোনা যায়, তবে শীঘ্র ধন-সম্পত্তি লাভ হয়। 

২। ভোরে যদি পশ্চিমে কাকের ডাক শোনা যায়, তবে শ্রবণকারীর কোনও নারীর দ্বারা উপকৃত হয়। 

৩। ভোরে যদি দক্ষিণ দিক থেকে কাকের ডাক শোনা যায়, তবে শ্রবণকারী শুভ সংবাদ পায়। 

৪। ভোরে দক্ষিণ কোণ থেকে কাকের ডাক শুনলে শ্রবণকারীর রাজদণ্ড হয় এবং অশুভ সংবাদ প্রাপ্ত হয়। 

সকাল ৬টা থেকে ৯টার মধ্যে—

১। যদি কখনো কাক বাড়ির পূর্ব দিকে ডাকাডাকি করে, তবে আপনার মনোস্কামনা পূরণ হবে।

২। কখনো কাক বাড়ির দক্ষিণ দিকে ডাকাডাকি করে, তবে খুব শীঘ্রই আপনি কোনও সুখবর লাভ করবেন।

৩। যদি কখনো কাক বাড়ির উত্তর দিকে ডাকাডাকি করে, তবে কোনও শত্রুর শত্রুতা বৃদ্ধি পাবে।

৪। যদি কখনো কাক বাড়ির পশ্চিম দিকে ডাকাডাকি করে, তবে আয় বৃদ্ধির যোগ রয়েছে।

সকাল ৯টা থেকে বেলা ১২টার মধ্যে—

১৷ যদি কখনো কাক বাড়ির পূর্ব দিকে ডাকাডাকি করে, তবে আপনি শীঘ্রই কোনও শুভ সংবাদ লাভ করবেন।

২৷ যদি কখনো কাক বাড়ির দক্ষিণ দিকে ডাকাডাকি করে, তবে আপনার যাবতীয় দুঃখ-দুর্দশা দূর হবে।

৩। যদি কখনো কাক বাড়ির উত্তর দিকে ডাকাডাকি করে, তবে আপনার অজান্তেই কেউ আপনার কোনও ক্ষতি করার চেষ্টা করছে।

৪। যদি কখনো কাক বাড়ির পশ্চিম দিকে ডাকাডাকি করে, তবে আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে।

বেলা ১২টা থেকে দুপুর ৩টার মধ্যে—

১। যদি কখনো কাক বাড়ির পূর্ব দিকে ডাকাডাকি করে, তবে শত্রুরা গোপনে আপনার ক্ষতির চেষ্টা করবে।

২। যদি কখনো কাক বাড়ির দক্ষিণ দিকে ডাকাডাকি করে, তবে পারিবারিক বিবাদের সম্ভাবনা থাকবে।

৩। যদি কখনো কাক বাড়ির উত্তর দিকে ডাকাডাকি করে, তবে পুত্র সন্তান জন্ম নেবে।

৪। যদি কখনো কাক বাড়ির পশ্চিম দিকে ডাকাডাকি করে, তবে ধন-সম্পত্তি লাভ করবেন।

দুপুর ৩টা থেকে সন্ধ্যে ৬টার মধ্যে—

১। যদি কখনো কাক বাড়ির পূর্ব দিকে ডাকাডাকি করে, তবে কারওর কাছ থেকে উপহার সামগ্রী লাভ করবেন।

২। যদি কখনো কাক বাড়ির দক্ষিণ দিকে ডাকাডাকি করে, তবে কোনও শুভ সংবাদ লাভ করবেন।

৩। যদি কখনো কাক বাড়ির উত্তর দিকে ডাকাডাকি করে, তবে কোনও খারাপ সংবাদ লাভ করবেন।

৪। যদি কখনো কাক বাড়ির পশ্চিম দিকে ডাকাডাকি করে, তবে কারওর কাছ থেকে উপহার সামগ্রী লাভ করবেন।

এছাড়াও যদি—

  1. কাক কোনও দামী পাথর ঠোঁটে করে এনে আপনার সামনে ফেলে- তবে রাজার সমান সুখ লাভ হয়।
  2. কাক ঠোঁটে করে মাছ ধরে এনে আপনার সামনে ফেলে তবে অর্থলাভের যোগ থাকে।
  3. কাক বাড়ির চারিপাশে ঘোরাফেরা করে, তবে বাড়িতে আত্মীয়-স্বজন আসার যোগ আছে।
  4. কাক নিজের ছায়াতে ঠোকরায় তবে মৃত্যুর আশঙ্কা থাকে কিংবা ভয়ঙ্কর কোনও ক্ষয়ক্ষতি ইঙ্গিত দেয়।
প্রিয় পাঠক, এই বিষয়ে আরো পোস্ট দেখতে নিচের বিষয়সূচি দেখুন।

Previous Next
No Comments
Add Comment
comment url