হাতের রং দেখে সাস্থ্য ভাগ্য গণনা করুন Hater rangdekhe vagya ganona

হাতের রং দেখে সাস্থ্য ভাগ্য গণনা। হাতের রঙ ও গঠনের উপর ভিত্তি করে আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে কিছু ধারনা পেয়ে থাকি।

১) কম রক্তসঞ্চালনতা যা অনেক রোগের উপসর্গ। এর মাধ্যমে আমরা কোনও রোগ সন্মন্ধে অগ্রিম ধারনা পেতে পারি।

২) লাল হাত সাধারনত লিভার সিরোসিস রোগ কে নির্দেশ করে।

৩) ডায়াবেটিস হলে সাধারনত হাতের নখ Terry's nails (অর্ধেক সাদা, অর্ধেক গোলাপি বর্ণ ধারন করে)।

৪) ভারিধাতুর বিষক্রিয়ায় হাতের নখ নীল হয়ে যায়। তাছাড়া রক্তশূন্যতা, পাকস্তলি ও হার্টের রোগেও নখ নীল হয়ে যেতে পারে।

৫) হলুদ অথবা সবুজ নখ আপনার শ্বাসযন্ত্রের কোনও রোগ প্রকাশ করে।

৬) Clubbing (নখ আঙ্গুলের উপরিভাগে বেঁকে যাওয়া) সাধারনত রক্তে অক্সিজেনের অভাবে পরিলক্ষিত হয়। এছাড়া এটি ফুসফুস, লিভার ও পেটের কোনও সমস্যার কারনেও দেখা যেতে পারে।

৭) Spoon nails ( উত্তল আকৃতির নখ) সাধারনত আয়রন সল্পতাকে নির্দেশ করে।

 হাতের রঙ ও গঠন

এছাড়াও জ্যোতিষ শাস্ত্রে হাতের তালুর রং দেখে ব্যক্তি চেনার কিছু উপায় আছে তা নিম্নে দেয়া হল: 

লাল— এঁরা চট করে রেগে যান। বিশ্বাসযোগ্য হন না। এরা খেপাটে হন। তবে এঁরা কাজ ভাল করেন।

নীল— এঁরা শারীরিক ভাবে দুর্বল হন। এঁদের জীবনে দারিদ্র বজায় থাকে। 

হলুদ— হাতের তালু হলুদ রংয়ের হলে বুঝতে হবে সেই ব্যক্তি শারীরিক ভাবে সুস্থ নেই। এছাড়া এই ব্যক্তিরা বিপরীত লিঙ্গের প্রতি বেশি আকৃষ্ট হন। 

গোলাপি— এঁদের মধ্যে প্রবল মূল্যবোধ থাকে। এঁরা খুব কর্মঠ, দয়ালু ও বিনয়ী হন। কিন্তু এঁদের কথা কেউ না শুনলে এঁরা খুব রেগে যান। গাঢ় গোলাপি রংয়ের হাতের তালুর অধিকারীরা খুব সুখী হন। 

হাতের তালুতে কালো ছোপ— এঁদের ব্যবহার খুব খারাপ হয়। এঁরা প্রায়ই নেশাগ্রস্ত হয়ে পড়েন।

জ্যোতিষ শাস্ত্র মানুষকে সচেতন করতে শেখায়। মানুষ যাতে নিজের সম্পর্কে জানতে পেয়ে ভুল গুলো সংশোধন করে সেই জন্য জ্যোতিষ শাস্ত্র। ভালো থাকুন সুস্থ থাকুন।
Previous Next
No Comments
Add Comment
comment url