সন্তান রেখা কোনটি? কিভাবে চিনবেন ছবিসহ দেখে নিন

হাতের রেখায় কত কিনা লেখা থাকে। মানুষের ব্যক্তিত্ব বা চরিত্রের একটা আভাস পাওয়া যায় এই হাতের রেখায়।

প্রিয় গণক্কার পাঠকগণ, আজ আমরা সন্তান রেখা কোনটি তা ছবিসহ দেখে নিবো। অনেকে জানেনা হাতের রেখা গুলোর মধ্যে সন্তান রেখা কোনটি বা সন্তান রেখা কিভাবে বিচার করে। এই রেখা বিচার করা একটু কঠিন তবে চর্চা এবং অধ্যবসায় সব কিছু সহজ করে দেয়।

সন্তান রেখা 

চন্দ্রস্থানের পার্শ্বদেশে যে সরল রেখা থাকে, তাহাকে সন্তানরেখা বলে (চিত্র ২ চিহ্ন ১২—১২)। ঐ রেখা যতগুলি হইবে, ততগুলি সন্তান হইবে। যে রেখাগুলি ভগ্ন, বক্র বা ছিন্ন, সেইগুলি সন্তানহানি বা বিঘ্ন বুঝায়। যে কয়টি রেখা শাখাবিশিষ্ট অর্থাৎ দুই মুখী, সেই কয়টী কন্যা, আর যে গুলি সবল এবং কোনরূপ শাখাবিশিষ্ট নয়, সেগুলি পুত্র সূচনা করে ( চিত্র ঞ ১ চিহ্ন ১ )।
এতভিন্ন কনিষ্ঠ অঙ্গুলীর মূলেও সন্তান বিচার করিবার প্রথা আছে ; সেই রেখাগুলি অতি সূক্ষরেখা এবং বুঝিতে কষ্টকর। ঐস্থানে যতগুলি রেখা থাকে, জাতকের ততগুলি সন্তান হইবে। ( চিত্র ঞ ১ চিহ্ন ২ )। সন্তান রেখা নিয়ে আর বেশি কিছু বলার নেই। আশাকরি, পাঠকগণ সন্তান রেখা সমন্ধে অবগত হইয়াছেন। হস্তরেখা বিচার শিখতে গণক্কারে এই ক্যাটাগরির অন্যপোস্ট গুলো পড়ুন।
Previous Next
No Comments
Add Comment
comment url