ত্রিবেদীয় স্বস্তিবাচন

ত্রিবেদীয় স্বস্তিবাচন 

ত্রিবেদীয় স্বস্তিবাচন

সামবেদীয় স্বস্তিবাচন — ওঁ সােমং রাজানাং বরুণমগ্নিমম্বারভামহে। আদিত্যং বিষ্ণুং সূর্য্যং ব্রহ্মাণঞ্চ বৃহস্পতিম্। ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ওঁ স্বস্তি।

যজুর্ব্বেদীয় স্বস্তিবাচন — ওঁ স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পুষা বিশ্ববেদাঃ। স্বস্তি নস্তাক্ষৌ অরিষ্টনেমিঃ স্বস্তি নাে বৃহস্পতির্দদাতু। ওঁ গণানাং ত্বা গণপতিগুং হবামহে ও প্রিয়াণাং ত্বা প্রিয়পতিগুং হমাবহে, ওঁ নিধীনাং ত্বা নিধিপতি গুং হমাবহে, বসাে মর্ম। ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ওঁ স্বস্তি।

ঋগবেদীয়স্বস্তিবাচন — ওঁ স্বস্তি নাে মিমীতামশ্বিনা ভগঃ স্বস্তিতে দেব্যদিতিরনর্ব্বণঃ স্বস্তি পুষা অসুরাে দদাতু নঃ। স্বস্তি দ্যাবাপৃথিবী সুচেতনা। ওঁ স্বস্তয়ে বায়ুমুপ ব্রুবামহৈ সােমং স্বস্তি ভুবনস্য যস্পতিঃ। বৃহস্পতিং সর্ব্বগণঃ স্বস্তয়ে স্বস্তয়, অদিত্যাসাে ভবন্তু নঃ। ওঁ বিশ্বে দেবা নাে অদ্যা স্বস্তয়ে, বৈশ্বানরাে বসুরগ্নিঃ স্বস্তয়ে। দেবা অবন্ত্বভবঃ স্বস্তয়ে স্বস্তি নাে রুদ্র পাত্ত্বহসঃ। ওঁ স্বস্তি মিত্রাবরুণা স্বস্তি পথ্যে রেবতি স্বস্তি ন ইন্দ্রশ্চাগ্নিশ্চ স্বস্তি নাে অদিতে কৃধি॥ ওঁ স্বস্তি পন্থমনু চরেম সূর্য্যাচন্ত্রসাবিব পুনর্দ্দতাঘ্নতা জানতা সংগমেমহি। ওঁ স্বস্ত্যয়নং র্ত্যক্ষ্যমরিষ্টনেমিং মহদ্ভুতং বায়সং দেবতানাম্। অসুরঘ্নমিত্রসং সমৎসু বৃহদষশাে নাবমিবা রুহেম ॥ ওঁ অংহে মুচমাঙ্গিরসং গয়ঞ্চ স্বস্ত্যাত্রেয়ং মনসা চ তার্ক্ষং প্রযতপাণিং শরণং প্রপদ্যে স্বস্তি সম্বাধ্বেস্বভয়ং ন অস্তু ! ওঁ স্বস্তি ওঁ স্বস্তি ওঁ স্বস্তি॥
তাহার পরে করযােড়ে— ওঁ সূর্য্য, সােমাে যমঃ কালঃ সন্ধ্যে ভূতান্যহঃ ক্ষপা। পবননা দিক্পতির্ভুমিরাকাশং খচরামরাঃ। ব্রাহ্মং শাসনমাস্থায় কল্পধ্বমিহ সন্নিধম ॥ ওঁ তৎস্যৎ অয়মারম্ভ শুভায় ভবতু।
এই মন্ত্র সর্ব্ববেদীগণ পাঠ করিবেন।

প্রিয় পাঠক, এই বিষয় আরো পোস্ট পড়তে সূচিপত্র দেখুন। —গণক্কার। 

Previous Next
No Comments
Add Comment
comment url