কঠিন ব্যাধি নিরাময় মন্ত্র

কিছু কিছু রোগ রয়েছে যে রোগগুলোর উৎস খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। চিকিৎসক বুঝতে পারেন না রোগের কারন টা কি? অনেকদিন পর পর যখন ঔষধ কাজ করে না তখন সেটি কঠিন ব্যধিতে রূপ নেয়। যদি আপনি কোন কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন। চিকিৎসার কোনো পথ খুঁজে না পেলে তা নিরাময়ের জন্য নিম্নোক্ত বিধি অবলম্বন করতে পারেন।

মন্ত্র—
“করােতু সা নঃ শুভহেতুরীশ্বরী।
শুভানি ভদ্ৰাণ্যাভিহন্তুচাপদঃ।”

বিধি— যদি আপনি কঠিন রােগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন, নিজে মন্ত্র জপ করার সামর্থ্য না থাকে, তাহলে রােগীর কোনও নিকট আত্মীয় বা ব্রাহ্মণ দ্বারা প্রতিদিন উক্ত মন্ত্র ১০০৮ ( এক হাজার আট ) বার করে জপ করাবেন।

বিঃদ্রঃ শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে উত্তর মুখে বসে, দুর্গামাতার চিত্র সামনে রেখে ধূপ-দীপ জ্বালিয়ে উক্ত মন্ত্র পাঠ করবেন। তার ফলে রােগ আরােগ্য হবে।

Previous Next
No Comments
Add Comment
comment url