চোখের জ্যোতি রক্ষক মন্ত্র

নিয়মিত চোখের চর্চা না করলে চোখের ক্ষতি হতে পারে। চোখ পরিষ্কার রাখা এবং ভালো ফলমূল খেতে হয়। বিশেষ করে ভিটামিন “এ” যুক্ত খাবার গুলো বেশি খেতে হয়। চোখের জ্যোতি রক্ষার জন্য নানান ধরনের ঔষধ পদ্ধতি রয়েছে। তেমনি চোখের জ্যোতি রক্ষার জন্য তান্ত্রিক মন্ত্র পদ্ধতি রয়েছে। এই পোস্টে আমরা চোখের জ্যোতি রক্ষার জন্য একটি তান্ত্রিক মন্ত্র পদ্ধতি অবলম্বন করবো। এই মন্ত্রটি নাম হচ্ছে জ্যোতি রক্ষা মন্ত্র।

মন্ত্র— “অজাতশ্চ সুকন্যাশ্চ চন্দনং শক্রামপ্যঊ। জেনান্তে স্মরেৎ যস্য তস্য নেত্র ন নশ্যতি।”

বিধি— প্রত্যহ আহারের শেষে উক্ত মন্ত্র জলে পড়ে, সেই জল দ্বারা চক্ষু ধৌত করলে চক্ষু জ্যোতি বৃদ্ধি পায় ও নষ্ট হয় না।

প্রিয় পাঠক, আরো মন্ত্র ও চিকিৎসা বিষয়ক পোস্ট খুঁজে পেতে নিচের সূচিপত্র দেখুন।

Previous Next
No Comments
Add Comment
comment url