চাউল পড়ার মাধ্যমে চোর ধরার দুটি মন্ত্র

এই পোস্টে আমরা চোর ধরার দুটি মন্ত্র নিয়ে আলোচনা করব। মন্ত্র দুটি আমরা একটি বিখ্যাত তান্ত্রিক গ্রন্থ থেকে সংগ্রহ করেছি। আগেকার দিনে তান্ত্রিকরা চোর ধরতে এই চাল পড়া মন্ত্র বেশি ব্যবহার করেছিলেন। মন্ত্র দুটি খুবই কার্যকরী। শুদ্ধ ধ্যানে, শুদ্ধ বস্ত্র পরিধান এবং তপস্যার মাধ্যমে যোগী ব্যক্তিরা সহজেই এটির সফলতা পেয়ে থাকেন। বিধি মেনে মন্ত্র দুটি চর্চা করলে সফলতা পাওয়া যায়। 

মন্ত্র— “ওঁ নমাে কালা ভ্যায়রু খ্যায়চরা ভ্যায়র্ক,
ভূচরা ভ্যায়রু আদি ভ্যায়র্ক জুগাদি ভ্যায়রু,
জল ভ্যায়রু খল ভ্যায়রু,
অবলা বলা সরওয় জীতা রণ ভ্যায়রু,
এক্‌ গুগ্গুল ধূপ ধার ভ্যায়রু,
আঈ ত্রিপুরা দেবী ঋদ্ধ সিদ্ধ লেতী আঈ
চোর কা মুখ সােখত আঈ,
সাহ কা মুখ পােখন্ত আঈ,
দেবো ভ্যায়রু জীতি তেরী।”

বিধি— উক্ত মন্ত্র ১০০০ ( এক হাজার ) বার জপ করলে মন্ত্র সিদ্ধ হবে। উক্ত মন্ত্র দ্বারা ২৭ বার অভিমন্ত্রিত করা চাল নিয়ে যাদের ওপর সন্দেহ হয়, তাদের চিবুতে দিলে, আসল চোরের মুখ দিয়ে রক্ত পড়বে।

চোর ধরা চাল পড়া মন্ত্র ২

মন্ত্র— “ওঁ হ্রীং চক্রেশ্বরী চক্রধারিণী চক্রবেগী কৌটি ভ্রানী ভ্রানী চোর
গৃহাণী স্বাহা।”

বিধি— পূর্বোক্ত প্রকার। মন্ত্রসিদ্ধির পর কতকগুলি চাল নিয়ে ২১ বার অভিমন্ত্রিত করে, যার যার ওপর সন্দেহ হবে, তাদের চিবুতে দিলে, আসল চোরের মুখ থেকে রক্ত বেরােবে। 

Previous Next
No Comments
Add Comment
comment url