সব সময় রোগ হলে যা করবেন

রােগ অনেক প্রকারের হয়। তার মধ্যে অধিকাংশ রােগ শুধুমাত্র ঔষধ প্রয়ােগেই আরােগ্য হয়। কিন্তু কিছু আবার মন্ত্রের দ্বারাই ঠিক হয়ে যায়। মস্ত্রোপচার দ্বারা আরােগ্য হওয়ার রোগের মধ্যে মৃগী, অগুবৃদ্ধি, মাথাযন্ত্রণা, চোখ ওঠা, পেট বেদনা, জণ্ডিস, শিশু রােগ, প্রভৃতি মুখ্য বলা হয়। এখানে বিভিন্ন প্রকার রােগ এবং তা আরােগ্যের একটা তন্ত্র দেওয়া হলাে। 

নিস্তুর রােগ প্রশমন 

প্রায় দেখা যায়, অনেক লােকের অনেক সময় এমন অবস্থা হয় যে, বাড়ীতে প্রায়ই রােগ ব্যাধি লেগে থাকে। নানা রকম ওষুধ কিনতে কিনতে প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়, ডাক্তার লেগেই থাকে বাড়ীতে। এই রকম অবস্থা হলে শনিবার রাত্রে বেসনের একটা রুটি তৈরী করবে, তার ওপর যের তেল মাখিয়ে রােগীর উপর ৭ বার ঘুরিয়ে একটি পাতায় রাখবে। তারপর একটি কালাে মদ্দা কুকুরকে সেই রুটি খাইয়ে দেবে। লক্ষ্য রাখতে হবে, কুকুরটি যেন। কালাে হয় এবং মদ্দা কুকুর হয়। 
Previous Next
No Comments
Add Comment
comment url