জ্বর কমানোর মন্ত্র : জ্বরশান্তি কবচম্

যদি কেউ অচেনা জ্বরে বা ভূত জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন, তাহলে নিম্নোক্ত মন্ত্রটি পাঠ করে শোনাতে পারেন। মন্ত্রটি জ্বর কমাতে খুবই কার্যকরী।

জ্বর কমানোর মন্ত্র (জ্বরশান্তি কবচম্)

“ওঁ নমাে ভগবতী বজ্ৰশৃংখলে হস্তু ভক্ষতু।
স্বাদতু অহােরক্তং পিব কৃপাণেন রক্তাক্ষি
রক্তপটে ভস্মাক্ষি ভস্ম - লিপ্ত শরীরে
বজ্ৰায়ুধ প্রকরনি চিতে পূৰ্বান্দিশং বধ্নাতু,
দক্ষিণান্দিশম্বধ্নাতু পশ্চিমান্দিশম্বৎ
নাগার্থধনায় গৃহপতী বধ্নাতুনাগপটীং বধ্নাতু
যক্ষ রাক্ষসপিশাচন্ বধ্নাতু,
প্রেতভূতগন্ধর্বাদয়াে যে যে কেচাৎ
পুত্রিকাস্তেভ্যো রক্ষতু ঊধ্বাং রক্ষতু,
অধাে রক্ষতু স্বনিকাং বধ্নাতুজল মহাবলে
এহেহি তু লােষ্টি লােষ্টি শতাবলী,
বজ্রাগ্নি বজ্রপ্রকের হুং ফট্।
হ্রীং হ্রীং শ্রীং ফট্ হুং হুং ক্রুং ফং ফং
সর্বগ্রহেভ্য সর্বদুষ্টোপদ্রবেভ্যো হ্রীং,
অবশেষেভ্যো মাং রক্ষতু।
ইতীদং কবচং দেবি সুরাসুরসুদুর্লভং।
গ্রহজ্বরাদি ভূতেষু' সর্বকর্মেষু যােজয়েৎ ||

বিধি— শুচিশুদ্ধ ভাবে ধূপ-দীপ জ্বেলে বিশ্বাস পূর্বক রােগীকে পাঠ করে শুনালে জ্বর শান্তি হয়।

Previous Next
No Comments
Add Comment
comment url