স্বামীর বাড়ী হইতে স্ত্রী পলায়ন করিলে তাহার তদবীর

স্বামীর বাড়ী হইতে স্ত্রী পলায়ন করিলে তাহার তদবীর

যে স্ত্রীলোক স্বামীর বাড়ী হইতে পালাইয়া যায়, তাহাকে নিম্নোক্ত আয়াত সাতবার পাঠ করিয়া প্রতিবারে কিছু মিছরির মধ্যে ফুঁক দিয়া স্ত্রীকে খাওয়াইয়া দিবে। আল্লাহর রহমতে আর পলায়ন করিবেনা। 

আয়াতটি উচ্চারণ:

অলাও আনফাকতা মাফিল আরদ্বি জামীআম্ মা আল্লাফতা বাইনা কুলূবিহিম, অলাকিল্লাল্লাহা আল্লাফা বাইনাহুম, ইন্নাহু আজীজুন হাকীম।

স্বামীর বাড়ী হইতে স্ত্রী পলায়ন করিলে দ্বিতীয় তদবীর

যেই স্ত্রী পলায়ন করে তাহাকে নিম্নোক্ত আয়াতটি আটার রুটির উপর জাফরান দ্বারা লিখিয়া খাওয়াইবে। আল্লাহর রহমতে পলায়নের অভ্যাস বন্ধ হইয়া যাইবে।

আয়াত এই: 
پايها الذين امنو اصبروا وصابروا ورابطوا واتقوا الله
لعلكم تفلحون *

স্বামীর বাড়ী হইতে স্ত্রী পলায়ন করিলে তৃতীয় তদবীর

নিম্নলিখিত আয়াতটি এগারবার পাঠ করিয়া প্রতিবারে কিছু নেমকের উপর ফুঁক দিয়া স্ত্রীকে খাওয়াইবে। অথবা পানের উপর লিখিয়া উক্ত পান স্ত্রীকে খাওয়াইবে। আল্লাহর রহমতে স্ত্রী আর পলাইয়া যাইবেনা। 

আয়াত এই:
* يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله
فلان بنت فلان على حب فلان بن فلان

ফালানের স্থানে স্ত্রী ও তাহার মায়ের নাম এবং স্বামী ও তাহার পিতার নাম লিখিবে।

উচ্চারণ: ইয়ুহিবধূনাহুম কাহুবিবল্লাহি অল্লাজীনা আমানূ আশাদ্দু হুববান লিল্লাহি।

Previous Next
No Comments
Add Comment
comment url