কাক ডাকলে কি হয় | কাকের ডাকে শুভাশুভ জেনে নিন ও কাক ডাকের ফলাফল।

কাক-চরিত

দাঁড় কাকের ডাক অনুধাবন করিয়া মুনষ্যগণ ভবিষ্যৎ শুভাশুভ জানিতে পারিবেন।
 নাগার্জ্জুন বলেনঃ
 “কাকচরিতং প্রবক্ষামি যথোক্তং মুনিসত্ততে।
  যস্য বিজ্ঞানযাত্রেণ সর্বতত্ত্বং লভেন্নরঃ।”


কাক ডাকের ফলাফল নিয়ে প্রদত্ত হইল


 ১/ উষার প্রথমতে যদি 'অয় অয়' ধ্বনিতে কাক ডাকে তবে মহৎ সুখ্যাতি লাভ হয়।'
 ২/ দ্বিতীয় দলে অগ্নিকোণে যদি ‘অয় অয়' ধ্বনি করে তবে শোক উপস্থিত হয়। কিন্তু যদি উর্ধ্বমুখে ঐ ধ্বনি করে তার সন্তান হইত শোক হয়।
 ৩/ তৃতীয় দণ্ডে দক্ষিণ দিকে যদি ‘মুয় মুয়’ ধ্বনি করে তবে সেই দিবসে অকস্মাৎ ধন লাভ হতে পারে।
 ৪/ দিবা চতুর্থ দণ্ডে নৈঋত কোণে ঊর্ধ্বমুখে ‘ময় ময়’ রব করিলে অগ্নি ভয় এবং আধোমুখে চোর ভয় হয়।
 ৫/ পশ্চিম দিকে পঞ্চম দণ্ডে যদি ‘অহ অহ’ রব করে তবে সেই দিবসে ধন লাভ হয়। উর্ধমুখে ডাকিলে দূর হইতে আর আধোমুখে ডাকিলে নিকটে শীঘ্র ধন প্রাপ্তি হয়।
 ৬/ পশ্চিম দিকে ষষ্ঠ দণ্ডে কাক যদি ‘কাহা কাহা' রব করে তবে কার্যে লাভ ব্যক্ত করে।
 ৭/ বায়ুকোণে সপ্তম দণ্ডে কাক যদি ‘আহে আহে’ ধ্বনি করে তবে বাস্তু মধ্যে কেহ ব্যধিযুক্ত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা।
 ৮/ সপ্তম দণ্ডে উত্তর দিকে ‘যা যা’ রব করিলে অন্য দেশ হইতে সেই দিবসে কোনো সংবাদ আসে।
 ৯/ অষ্টম দণ্ডে ঈশান কোণে যদি ‘হা হা' ধ্বনি করে তবে সেই দিন কেহ মরে বা মৃত্যুসংবাদ আসে।
 ১০/ নবম দণ্ডে ব্রহ্মস্থানে মস্তকোপরি ‘হা হা' রব করিলে সেই দিন পূর্ব প্রার্থনা সিদ্ধ হয়।
 ১১/ দশম দণ্ডে যাহার সম্মুখে ‘আবা আবা’ শব্দ করে তাহার দৈবাৎ দেশ গমন হয়।'
 ১২/ কাক যদি একাদশ দণ্ড মধ্যে অগ্নিকোণে ধ্বনি করে তবে সেই দিন সেই গৃহে পুত্র জন্ম।
 ১৩/ দ্বাদশ দণ্ড মধ্যে ‘জয় জয়’ রবে বায়ুকোণে কাক ধ্বনি করিলে সেই দিন কোনো শোকোৎপত্তি হয়।
 ১৪/ নৈকোণে দিবা ত্রয়োদশ দণ্ডে ‘কা কা’ ধ্বনি করিলে সেই দিবস অতিশয় ক্লেশযুক্ত হয়।
 ১৫/ দিবা চতুর্দশ দণ্ডে উত্তর দিকে ‘কোব কোব’ শব্দ করিলে হঠাৎ ঐ দিবস বৈরীভয় উপস্থিত হয়।
 ১৬/ পঞ্চদশ দণ্ডে ঈশানকোণে যদি ‘যা যা’ ধ্বনি করে সেই দিবসে মহা-দুঃখ উপস্থিত হয়।
 ১৭/ ষোড়শ দরে কাক যদি ‘কোবা কোবা' রব করে তবে অকস্মাৎ সদ্বন্ধু লাভ করে।
 ১৮/ সপ্তদশ দণ্ডে দক্ষিণ দিকে ‘আয় আয়' রব করিলে সকলের মহৎ দুংখভয় উপস্থিত হয়।
 ১৯/ অষ্টাদশ দন্ড সময়ে অগ্নিকোণে যদি ‘খাবা খাবা’ রব করে তবে অকস্মাৎ উত্তম কর্মলাভ।
 ২০/ উনবিংশ দণ্ড সময়ে পশ্চিম দিয়ে যদি ‘মহ মহ’ শব্দ করে, তবে গৃহস্বামীকে বিদেশ যাইতে হতে পারে।
 ২১/ কাক যদি বিংশদণ্ড সময়ে ‘জয় জয়’ শব্দ করে তবে সেই দিবসে অর্ধলাভ হয়।
 ২২/ একবিংশ দণ্ড সময়ে উধ্বস্থিত হইয়া কাক যদি ‘না না’ ধ্বনি করে তবে সেই দিবসে গৃহস্বামীর ভূমি লাভ হয়।
 ২৩/ পূর্ব পার্শে দ্বাবিংশ দণ্ড সময়ে 'আকা আকা’ শব্দ করিলে সেই ব্যক্তির সেই দিবসে বাস্তুলাভ হয়।
 ২৪/ কাক যদি এয়োবিংশ দণ্ড সময়ে ‘অদ্বয় অদ্বয়’ শব্দ করে তবে সেই দিবসে ঐশ্বর্য লাভ হয়।
 ২৫/ কাক চতুর্বিংশ দণ্ডে দক্ষিণদিকে ‘ওয়া ওয়া’ শব্দ করিলে অকস্মাৎ চক্রান্তের অপরাধে পড়িতে হয়।
 ২৬/ কাক চতুর্বিংশ দন্ডে ‘খায়ে খায়ে’ শব্দ করিলে সেই গৃহের কেহ সর্পাঘাতে প্রাণত্যাগ করিতে পারে।
 ২৭/ ষষ্ঠবিংশ দত্ত সময়ে পশ্চিম দিকে ‘আহা আহা’ শব্দ করিলে গৃহস্থের সেই দিন সর্বত্র লাভ হয়।
 ২৮/ উত্তর দিকে সপ্তবিংশ-দণ্ডে ‘আকা আকা' শব্দ যে ব্যক্তির বাড়িতে করে সেই ব্যক্তি সুখী।
 ২৯/ ঈশানকোণে অষ্টবিংশ দণ্ড সময়ে যদি কাকে ‘সা সা’ শব্দ করে তবে তাহার বাসনা সিদ্ধ হয়।
 ৩০/ উর্ধ্ব দিকে যাহার বাড়িতে উনত্রিশ দণ্ডে ‘আখা আখা’ রব করিলে সেই দিবসটি তাহার সুখে কাটে।
 ৩১/ ত্রিশদন্ড সময়ে ভূমিতে বসিয়া ‘আবা আবা’ রবে কাক ডাকিলে সেই দিন দুঃখে যায়।।

 বিঃদ্রঃ কাক সমাচারটি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী তুলে ধরা হলো।   
Previous
No Comments
Add Comment
comment url