শরীরের কোন অংশ কাঁপলে কি হয় তার ফলাফল জানুন জ্যোতিষ শাস্ত্রে

শরীরের কোন অঙ্গ বা অংশ কাঁপলে কি হয় তার ফলাফলঃ


মানব দেহের বিভিন্ন অংশের স্পন্দনে (নৃত্যের ন্যায় অনুভূতি) শুভাশুভ ভিন্ন ভিন্ন ফল প্রদানের ইঙ্গিত বহন করে। নিচে শাস্ত্রোক্ত মতে ইহার ফলাফল প্রদত্ত হইল:

১// মস্তক নৃত্য করিলে সম্মান লাভ হয়। দক্ষিণ দিকে স্পন্দনে সুখলাভ এবং বাম শির 'স্পন্দনে সুখ লাভ হয়।
২// ললাট স্পন্দনে ঐশ্বর্য লাভ ও দক্ষিণ চক্ষু স্পন্দনে অর্থ লাভ হয়। বাম চক্ষু স্পন্দনে ধনহানি বা রাজভয় অথবা কলহ হয়। দক্ষিণ চক্ষুর নিচেতে স্পন্দনে কষ্টদায়ক এবং চক্ষুর উর্ধ স্পন্দনে সুখ হয়।
৩// দক্ষিণ নাসা স্পন্দনে গাত্রপীড়া ও বাম নাসা স্পন্দনে মরণ বার্তাবহ।
 ৪// ওষ্ঠ স্পন্দনে মহৎ ভোজন লোভ ও অধর স্পন্দনে অকস্মাৎ বেদনা আক্রান্তের নির্দেশক।
 ৫// জিহবা স্পন্দনে বন্ত্র লাভের ইঙ্গিত বহন করে। তালু স্পন্দনে বহুতক লাভ কিন্তু কলহ নির্দেশক।
// দক্ষিণ কর্ণ স্পন্দনে কুটুম্ব লাভ, বিদ্যালাভ ও স্ত্রীলাভ। বামকৰ্ণ নৃত্যে শিরোবেদনা হয় ও উভয় কৰ্শ নৃত্যে অর্ধলাভ ও সন্তোষ হয়।
 ৭// দক্ষিণ স্কন্ধ নৃত্যে অর্থলাভ ও বাম স্কন্ধ নৃত্যে অপমান, উভয় স্কন্ধ নৃত্যে শিরচ্ছেদ হয়। শির নৃত্যে বস্ত্রলাভ ও সন্তোষ লাভ হয়।
৮// দক্ষিণ ভূঞ্জ নৃত্যে মহাবল ও বাম ভুজ নৃত্যে কলহ হয়। দক্ষিণ পদ নৃত্যে দূর গমন ও বামপদ নৃত্যে মহাসুখ ।
৯// উদর নৃত্যে পুত্রোৎপত্তি ও অঙ্গ নর্তনে তিক্ত ভোজন হয়। কটিদেশ স্পন্দনে আমাশয় রোগ ও কপাল স্পন্দনে রাজদ্বারে গমন হয়।
১০// ভগ নর্তনে ঋণ, বক্ষ নর্তনে সর্বাঙ্গে বেদনা এবং পৃষ্ঠ বর্তনে গুল রোগ ইঙ্গিত বহন ও নাভি নর্তনে দুঃস্বপ্ন দর্শন হয়।
 ১১// উরু স্পন্দনে সর্বত্র ভয় ও অলসযুক্ত হয়, গুহ্য স্পন্দনে শিরচ্ছেদ, কণ্ঠ নৃর্তনে জ্বরাতিসার রোগ, স্তন নর্তনে অর্থলাড এবং কেশ নর্তনে ক্লেশ হয়।
 ১২// নিতম্ব নর্তনে গত্র বেদনা হয়। 
Previous Next
No Comments
Add Comment
comment url