কন্যার বিবাহের উপায় অথবা মেয়ের বিবাহের উপায় তন্ত্র

কন্যার বিবাহের উপায় । তান্ত্রিক উপায়ে কুমারী মেয়ের বিয়ের উপায়।
যদি মেয়ের বিয়ের বার বার চেষ্টা করা সত্বেও সফলতা লাভ না হয়, তাহলে যে দিন মেয়েকে দেখতে আসবে, সেদিন মেয়ের কোনও বিবাহিত সইয়ের একটি চুড়ি চেয়ে নিয়ে মেয়েকে পরিয়ে দেবে। যে কোন চুড়ি হলেই চলবে। এই কাজের বিশেষত্ব হলাে, চুড়ি ফেরৎ দেওয়া চলবে না। যদি এই চুড়ি একদিন আগে পাওয়া যায়, তাহলে আরও একটি ক্রিয়া করে নিতে হবে। রাত্রিতে সকলে ঘুমিয়ে পড়লে একটি বাক্সের ওপর লাল বর্ণের বস্ত্র বিছিয়ে, সেই চুড়ি বস্ত্রের ওপর রেখে দিতে হবে। তারপর উলঙ্গ হয়ে চুড়িকে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য দ্বারা পূজা করবে। তারপর চুড়িটি পরে কাপড় পরবে। পরদিন মেয়েকে দেখাতে নিয়ে যাবার সময় আর ঘরের দিকে ফিরে চেয়ে দেখবে না।
সহজ কথায়— একদিন আগে চুড়ি যোগার বা সংগ্রহ করা যায়, তাহলে “যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন মেয়ে একটি ঘরে (বা নিজের ঘরে থেকে) যে কোন বিবাহিত বান্ধবির দেওয়া চুড়িটা একটি বাক্সের উপর লাল কাপড় বিছিয়ে তার উপরে রাখবে। এবং নগ্ন হয়ে ধুপকাঠি, প্রদীপ, ফুল, ধুনো (ধুপাতী), চিনি বা গুড় অথবা যে কোন ফল দিয়ে পুজো করবে। পুজো বলতে ধুপ-দীপ জ্বালিয়ে গুড় নইলে চিনি অথবা ফল চুড়িটার সামনে রাখবে। প্রসাদ যেমন রাখে। তারপর চুড়িটির গায়ে ফুল ছিটিয়ে চুড়ির সামনে দুই হাত জোড়করে ভক্তি দিয়ে মনে মনে নিজ ইচ্ছার কথা বলতে হবে। পুজো শেষে আগে চুড়ি হাতে পড়বে তারপর কাপড় পড়বে। যে কোন হাতে চুড়ি পরা যাবে।
মা অথবা যে কোন মহিলা এই পদ্ধতিটি ঐ মেয়েকে শিখিয়ে দিতে পারেন।
Previous Next
No Comments
Add Comment
comment url