বাচ্চাদের নজর দোষ কাটানোর জলপড়া মন্ত্র

অনেক সময় বাচ্চারা খিটখিটে হয়ে যায়। খেতে চায় না, বেশিরভাগ সময় কান্নাকাটি করে। অথবা একটু বড় হওয়ার পরেও আপনার সন্তান খেলাধুলা করতে চায়না। কেমন জানি মন মরা হয়ে বসে থাকে। অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা করে না। এমন অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েছেন। অনেকে বলে বাতাস লেগেছে, কেউ বলেন নজর পরেছে। প্রিয় পাঠক আজকে আমরা এই বিষয়ে চর্চা করব। আজকের চর্চার বিষয় হল: বাচ্চাদের নজর দোষের জল পড়া অথবা বাচ্চাদের নজর দোষ কাটানোর মন্ত্র।

মন্ত্র:
কাতুরি রে কাতুরি কটকি কাতুরি
রে রে কাতুরি মাের বােল লিমু।
যেথাকু পাঠামু সেথাকু জিমু
ওঁ ভুত কাটিমু ও প্রেত কাটিমু,
বামুড়া কাটিমু, ওঁ দাড়িমুড়া কাটিম,
ওঁ বাণ সিঙ্গের কাটিম, ওঁ বাধি আস্তি কাটিমু,
ওঁ বহুদুষ্টি কাটিমু, ও পােড়াত্বালা কাটিমু,
কাটু কাটু বলি সীতা শ্রীরামের আজ্ঞে।।

উক্ত মন্ত্রে একঘটি জল তিনবার অভিমন্ত্রিত করে ছেলেদের খাওয়ালে নজর দোষ কেটে যায়।

Previous Next
No Comments
Add Comment
comment url