পোড়া ঘায়ের জন্য তেলপড়া মন্ত্র

অনেক সময় শরীরের বিভিন্ন অংশ পুড়ে ঘা হয়ে যায়। ফোসকা পড়ে ফুলে যায়। খুবই জ্বালা যন্ত্রণা এবং ব্যথার সৃষ্টি হয়। একে বলা হয় পোড়া ঘা।
পোড়া ঘায়ের তেলপড়া মন্ত্র

পোড়া ঘায়ের ক্ষত এবং ব্যাথা সারাতে আমরা বিভিন্ন ধরনের ক্রিম—লোশন ব্যবহার করে থাকি। কিন্তু যখন হাতের কাছে এসব থাকেনা তখন তেল মালিশ করার ব্যবহার বিধি দেখা যায়। আর যদি তেলের মধ্যে মন্ত্র প্রয়োগ করা যায় তাহলে ব্যাথা খুবই তাড়াতাড়ি উপশম হয়। প্রিয় পাঠক, এই পোস্টে আমরা শরীরের কোথাও পুড়ে গেলে বা পোড়া ঘা এর তেল পড়া মন্ত্র নিয়ে চর্চা করব। নিম্নের মন্ত্র দুটি খুবই কার্যকরী।

পােড়া ঘায়ের তেলপড়া (১)

ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর
তিনে মিলে একত্তর।
বিষ্ণু বলেন কিছু না জানি
শিব বলে তেল পড়লাম আমি।
ব্রহ্মা হাত বুলায়ে করে দিলা পানি
পােড়া ঘায়ে তেল পড়া-
অমুকের অঙ্গ খুঁয়ে করলাম পানি।
কার আজ্ঞে
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আজ্ঞে।

এক ডাকে কলুর বাড়ী থেকে (যে ব্যক্তি বাড়িতে সরিষার তেল বিক্রি করে। তাকে শুধু একবার ডাকতে হবে) শনি বা মঙ্গলবারে খাটি সরষের তেল কিনে এনে উক্ত মন্ত্রে তিনবার অভিমন্ত্রিত করে পােড়া ঘায়ে লাগালে পােড়া ঘা আরােগ্য হয়।

পােড়া ঘায়ের তেলপড়া (২)

তেল তেল মহাতেল জ্বলে অতিশয়
অমুকের পােড়া ঘা ফুয়েতে পলায়।
মন্ত্র পড়েন নরসিংহ ঘরেতে বসিয়া
ফুঁ দেন রামচন্দ্র থাকিয়া থাকিয়া।
শীঘ্র পালা অমুকের জ্বালা নিবত্তে যা
সমুদ্রের নােনাপানি তুলিয়ে যে খা।
কার আজ্ঞে?
কাউরের কামাখ্যা মায়ের আজ্ঞে।
কার আজ্ঞে?
অড়ির ঝি চণ্ডীর আজ্ঞে।

শনি অথবা মঙ্গলবারে এক ডাকে কলু বাড়ী থেকে খাটি সরিষের। তেল কিনে এনে উক্ত মন্ত্রে তিনবার অভিমন্ত্রিত করে পােড়া ঘায়ে লাগালে জ্বালা যন্ত্রণার উপশম হয় ও ক্ষত আরােগ্য হয়।

Previous Next
No Comments
Add Comment
comment url