দূরের কাউকে বশীকরণ করে কাছে আনার মন্ত্র

দূর থেকে কাউকে বশীকরণ করে কাছে আনার মন্ত্র:
এই মন্ত্রটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দূরের ব্যক্তিকে বশীকরণ করে কাছে টেনে আনা যায়। প্রধানত এটি একটি আকর্ষণ মন্ত্র। অর্থাৎ দূর থেকে ব্যক্তিকে আকর্ষণ বা আকৃষ্ট করার মন্ত্র। তন্ত্র সাধনায় বলা হয়েছে কারো ক্ষতির জন্য কাউকে বশীকরণ ও আকর্ষণ করা পাপকার্য। গণক্কার কখনো খারাপ কাজে অনুমতি দেয় না। যদি কেউ ভেঙে যাওয়া সংসার জোড়া লাগাতে চায় যেমন সংসারের কেউ অনেক দূরে চলে গিয়েছেন আর ফিরে আসেননি। অথবা অনেক সময় দেখা যায় স্বামী বা স্ত্রী বিদেশে বা গ্রাম ছেড়ে শহরে চলে যায় আর ফিরে আসে না। এমন লোককে ফিরিয়ে আনার জন্য যদি মন্ত্রটি প্রয়োগ করা হয় তাহলে গনক্কার অনুমতি দেয়। 

মন্ত্র— ওঁ সােহহং ফট রুদ্রায় স্বাহা।

পদ্ধতি: কৃষ্ণ ধুুস্তুর পত্রাণাং রসং রােচাসংযুতম। 
ভুর্জপত্রে লিখেনং শ্বেতকরবীর লেখনৈঃ। 
যস্য নাম লিখেন্মধ্যে খদিরাঙ্গারেণ দাপয়েং। শতযােজন মায়াতি নান্যথা শঙ্করােদিতঃ

অর্থাৎ— প্রথমে মন্ত্রটি এক হাজার বার জপ করে সিদ্ধ করে নিতে হবে। পরে কৃষ্ণধুতুরা (কালো ধুতুরা) পাতার রস ও গােরোচনা একত্র করে করবীর ডাল দ্বারা কলম তৈরী করে ভূর্জপত্রে উপরােক্ত মন্ত্র সহ নাম লিখবে। সে শত যােজন দুরে থাকলেও আকর্ষিত হয়ে কাছে আসবে।
Previous Next
No Comments
Add Comment
comment url