চাউলের পিঠা নষ্ট করার মন্ত্র

যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো এমন কোন লোকের সন্ধান জানেন, যিনি পিঠা তৈরীর সময় উপস্থিত থাকলে রান্না করা পিঠা নষ্ট হয়ে যায়। অর্থাৎ ঐ লোকের সামনে যদি কেউ পিঠা তৈরি করে তাহলে সেই পিঠা নষ্ট হয়ে যায়। বিশেষ করে চাউলের পিঠা যখন গুড় দিয়ে তৈরি করা হয়, তখন তেলে ভাজলে সেই পিঠাগুলো গোল গোল হয়। কিন্তু এমন কিছু লোক আছে যারা এমন মন্ত্র জানেন, যে মন্ত্র দ্বারা চাউলের ভাজা পিঠা খন্ড খন্ড হয় অথবা তেলে পুড়ে যায়। এই পোস্টে আমরা সেই মন্ত্র নিয়ে আলোচনা করব। প্রথম মন্ত্রটি পিঠা নষ্ট করার এবং দ্বিতীয় মন্ত্রটি নষ্ট পিঠা ভালো করার মন্ত্র।

পিঠা বা গুড়ি ভারা মন্ত্র:
চালের গুড়ি তুই ধবলি আকার।
তােমারে হেরিলে লােভ হয় যে সবার।।
লােভের বসেতে,
তােরে কহি যে বচন।
যা তুই চুণের পাক হইয়া এখন।।
আদ্যের বাক্য ইহা মিথ্যা কভু নয়।
দর্শন মাত্রেতে আঁটাল গলিয়া যে যায়।।
কার আজ্ঞে?
হাড়ির ঝি চণ্ডীর আজ্ঞে।

চালের গুঁড়ে অথবা পিঠা দেখে মনে মনে এই মন্ত্র তিনবার পাঠ করলে ঐ সকল দ্রব্য নষ্ট হয়ে অখাদ্য হয়ে যায়। অর্থাৎ পিঠা যতই সুন্দর করে ভাজুক না কেন, পিঠার আকৃতি খারাপ হবে এবং পিঠা নষ্ট হয়ে যাবে।

পিঠে ভারা কাটান মন্ত্র:
লব কুশ দুই ভাই যুদ্ধ আরম্ভিল।
বাল্মীকির মন্ত্র পড়ি বাণ জন্মাইল।।
বাণে বাণে কাটাকাটি বাণ বরিষণ।
অর্ধচন্দ্র বাণে ভার কাটিল এখন।।
আং রিং জঃ, হ্রীং ধ্রীং রঃ।।
কার আজ্ঞে?
কাউরের কামিখ্যে মায়ের আজ্ঞে।
কার আজ্ঞে?
হাড়ির ঝি চণ্ডীর আজ্ঞে।

নষ্ট গুড়ি বা পিঠার উপর এই মন্ত্র তিনবার পড়ে তিনটি ফু দিলে, ঐ সব দ্রব্য আবার স্বাভাবিক হয়।

Previous Next
No Comments
Add Comment
comment url