হাতের তালুতে বিভিন্ন স্থানে তিল থাকলে কি হয়?

হাতের তালুতে বিভিন্ন স্থানে তিল থাকলে কি হয়? জেনে রাখুন। 
তালুতে তিল

এর আগে আমার তিল নিয়ে অনেক আলোচনা করেছি। তিল নিয়ে অনেক গান রয়েছে। তিল অনেক সময় সৌন্দর্য তৈরি করে। আর যেমন সৌন্দর্য তৈরি করে তেমনি অনেক কিছুই বলে। জ্যোতিষশাস্ত্র এবং নানান তত্ত্ব বিষয়ক বই পর্যালোচনা করলে দেখা যায় তিলের অবস্থান অনুযায়ী বহু অর্থ। এই পোস্টে আমরা হাতের তালুতে বিভিন্ন স্থানে তিল চিহ্ন থাকলে কি কি হয়। সেই বিষয় নিয়ে আলোচনা করব। 

যদি হাতের তালুর কোন স্থানে শুক্র, শনি, মঙ্গল, বুধ রয়েছে। এগুলো না জেনে থাকেন, তাহলে সূচিপত্রের “হস্তরেখা বিচার” ফাইলটিতে প্রবেশ করে হাতে গ্রহ নক্ষত্রের অবস্থান পোস্টটি পড়ুন। অথবা সার্চ অপশনে গিয়ে গ্রহ নক্ষত্রের অবস্থান লিখে সার্চ করুন। আপনার কাঙ্খিত পোস্টটি চলে আসবে। 

১/ শুক্রের ক্ষেত্রে তিল অসৎচরিত্র নারী-পুরুষ বিষয়, পরপত্নীর প্রতি মােহের জন্য কলংক, অর্থনাশ ৷৷

২/ বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকলে ধৰ্ম্মপথে বাধা, অভাব, চাকুরী ও ব্যবসায়ে অশান্তি। 

৩/ শনির ক্ষেত্রে তিল থাকলে নানা জটিল ব্যাধি, পিতার সঙ্গে বিবাদ। 

৪/ রবির ক্ষেত্রে তিল থাকলে নানা দুর্নাম, অপযশ, সম্মানহানি। 

৫/ বুধের ক্ষেত্রে তিল থাকলে বিদ্যাহানি, পুত্রশােক, বুদ্ধিহানি। 

৬/ মঙ্গলের ক্ষেত্রে তিল থাকলে মামলা, শক্রবৃদ্ধি, দুর্ঘটনা। 

৭/ আয়ুরেখাতে তিল থাকলে মৃত্যুভয়। 

৮/ শিরােরেখায় তিল থাকলে উন্মাদ ভাব ও হত্যাকারী। 

৯/ হৃদয়রেখায় তিল থাকলে নির্দয়তা ও মনের নিঃসঙ্গতা। 

১০/ চন্দ্রের ক্ষেত্রে তিল থাকলে মিথ্যা কলংক, নিম্নবর্ণ নারীর সঙ্গে সম্ভোগ।
Previous Next
No Comments
Add Comment
comment url