বাড়ির কোন পাশে কি গাছ লাগাবেন জেনে রাখুন

গৃহ সীমানার লক্ষণ বিচার করে গাছ লাগান। জ্যোতিষ শাস্ত্র। গাছ যেমন পরিবেশ বাঁচায় তেমনি বাড়ির সৌন্দর্য বর্ধন করে। শুধু গাছ লাগালে হবে না! কোন গাছ কোথায় লাগাতে হয় সে সম্পর্কে আমাদের জানা উচিত। আর গৃহের মধ্যে গাছ লাগাতে হলে আমাদের নানান বিষয় চিন্তা করতে হয়। 

গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল চিন্তা করে আমাদের গাছ লাগাতে হয়। শীতকালে যেমন আমাদের প্রয়োজন হয় তেমনি গরমের দিনে প্রয়োজন হয় ছায়ার। এর জন্য ঋতুকাল চিন্তা করে বৃক্ষরোপণ করা উত্তম। শুধু বড় বৃক্ষ নয়, তরুলতা, ছোট ছোট ঔষধি গাছ, ফুল-ফল রোপণ করারও রয়েছে নানান নির্দেশনা।এই পোস্টে আমরা— গৃহ সীমানার লক্ষণ বিচার করে, বৃক্ষ রোপনের কিছু নিয়ম তুলে ধরলাম।
 
গৃহ সীমানা বিচার

১। গৃহের পূর্বদিকে চাপাফুলের গাছ থাকলে— অর্থাদি ও অন্নাদির অভাব থাকেনা। গৃহীর সৌভাগ্য বৃদ্ধি হয়। 

২। গৃহ সীমানায় আম, কাঁঠাল, লেবু, বেল ও কুল গাছ থাকলে- প্রজাবৃদ্ধি হয়, অর্থাৎ পুত্র-পৌত্রাদি বৃদ্ধি হয়।

৩। উপরােক্ত গাছগুলি যদি গৃহ সীমানায় ডানদিকে থাকে, দৈনন্দিন সৌভাগ্য লাভ হয়ে থাকে। 

৪। গৃহের পূর্বদিকের সীমানায় বা দক্ষিণ সীমানায় আনারস ও জাম গাছ থাকলে- বন্ধু-বান্ধব, আত্মীয় বৃদ্ধি হয়। 

৫। গৃহের দক্ষিণ বা পশ্চিম সীমানায় অথবা ঈশান কোণে সুপারী গাছ থাকলে গৃহস্থের পুত্র-পৌত্রাদি বৃদ্ধি হয় 

৬। গৃহ সীমানার আশ-পাশে নারকেল গাছ থাকা গৃহস্থের মঙ্গলজনক। 

৭। গৃহের আশ-পাশে তাল, তেঁতুল, ডুমুর, শিমূল, বট ও বাঁশ গাছ থাকলে গৃহস্থের কোনও উন্নতি হয় না, এবং নানা প্রকার অমঙ্গল হয়।
Previous Next
No Comments
Add Comment
comment url