শরীরের উপর টিকটিকি পড়লে কি হয়?

শরীরের উপড় টিকটিকি পতনের ফলাফল— জ্যোতিষ মতে। নারী জ্যোতিষী “খনা” জিহ্বা কর্তন করিয়া যখন সেটিকে ঘরের কোনায় লুকিয়ে রাখা হয়। টিকটিকি সেটিকে খাবার মনে করে খেয়ে ফেলে। যার ফলে টিকটিকির শব্দ ভূত-ভবিষ্যৎ বাণী প্রকাশ পায়। আমরা এর আগে হাসি কাশি এবং টিকটিকির ডাক এর ফলাফল নিয়ে আলোচনা করেছি। সূচিপত্রের চরিত্র ও তথ্য বিচার ফাইলে পোস্টটি দেখতে পাবেন। অথবা সার্চ-বারে হাসি কাশি ও টিকটিকির ফল লিখে সার্চ দিলে কাঙ্খিত পোস্টটি দেখাবে করবে। প্রিয় পাঠক, এই পোস্টে আমরা টিকটিকি পতনের ফলাফল নিয়ে আলোচনা করব।টিকটিকির ডাক যেমন ভূত-ভবিষ্যৎ প্রকাশ পায়। তেমনি টিকটিকির পতনের কিছু গুপ্ত কথা রয়েছে। যেগুলো জ্যোতিষ শাস্ত্রে স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে। আমরা এখানে জ্যোতিষ শাস্ত্রমতে টিকটিকি পতনের ফলাফল তুলে ধরলাম।

টিকটিকি পতনের ফল খনার বচন

১। মাথায় টিকটিকি পড়লে—রাজ্যলাভ বা রাজতুল্য সুখলাভ বুঝায়।
২। কানে টিকটিকি পড়লে–অলঙ্কারাদি লাভ হয়ে থাকে।
৩। বুকের পাঁজরে ও চোখে টিকটিকি পড়লে বন্ধুর সঙ্গে সাক্ষাৎকার হয়।
৪। নাকে টিকটিকি পড়লে—সুগন্ধিত বস্তু লাভ হয়ে থাকে।
৫। মুখে টিকটিকি পড়লে-মিষ্টদ্রব্য আহার হয়।
৬। কণ্ঠে টিকটিকি পড়লে—অর্থাগম হয়।
৭। যে কোনও বাহুতে টিকটিকি পড়লে—মানসিক আনন্দ লাভ হয়।
৮। হাতে বা করতলে টিকটিকি পড়লে—অর্থলাভ হয়ে থাকে।
৯। হৃদয়ে টিকটিকি পড়লে সােহাগ বৃদ্ধি পায় বা সােহাগ লাভ হয়।
১০। পিঠে টিকটিকি পড়লে—ভূ-সম্পত্তি লাভ হয়।
১১। কোমরে টিকটিকি পড়লে—নতুন বস্ত্রাদি লাভ হয়।
১২। গুহ্যদ্বারে টিকটিকি পড়লে—মৃত্যুভয়।
১৩। জানুদেশে টিকটিকি পড়লে—অর্থক্ষয় হয়।
১৪। ওপর থেকে যদি সামনে টিকটিকি পড়ে তবে--যান-বাহনাদি লাভ হয়।
১৫। পায়ের ওপর টিকটিকি পড়লে দেশ ভ্রমণ হয়।
১৬। পায়ের তলা থেকে উধ্বদিকে টিকটিকি পড়লে-অমঙ্গল সূচনা করে।
Previous Next
No Comments
Add Comment
comment url