চোখের অঞ্জনি ঝাড়ন মন্ত্র

চোখের অঞ্জনি হলে তা দূর করনে ঝাড়ন মন্ত্র প্রয়োগ:

চোখের অঞ্জনি ঝাড়ন মন্ত্র

আমরা অনেক সময় নানান ধরনের চোখের সমস্যায় ভুগে থাকি। তার মধ্যে একটি হলো চোখের অঞ্জনি। সাধারণ মানুষের মুখের ভাষায় এটাকে বলা হয় “চক্ষু ওঠা”। আগের দিনে তান্ত্রিক ও কবিরাজগণ চোখ ওঠা বা চোখের অঞ্জনির ব্যথা নাশের জন্য মন্ত্র প্রয়োগ করতো। এখনো অনেক জায়গায় বা গ্রাম অঞ্চলে এই মন্ত্র গুলো এখনো প্রয়োগ হয়। তান্ত্রিকরা বলে থাকেন, মন্ত্র জীবিত থাকে চর্চা এবং সাধনার মাধ্যমে। কোন ব্যক্তি যদি সঠিকভাবে মন্ত্র চর্চা এবং সাধনা করে তাহলে তার মন্ত্র অবশ্যই ফলদায়ক হয়। প্রিয় পাঠক, আজকের এই পোস্টে আমি আপনাকে চক্ষু ওঠা বা চোখের অঞ্জনি ব্যথা নাশক মন্ত্র শেখাবো। এই ওয়েব সাইটের সকল দর্শক এবং শিক্ষার্থীদের এই মন্ত্র প্রয়োগ এর অনুমতি প্রদান করা হলো —গণক্কার।

মন্ত্র:
নদীর পারেতে যবে জানকী যাইল 
সেইকালে চক্ষুশূল তাহার জন্মিল ।
যন্ত্রণায় অস্থির সীতা করেন রােদন
রামচন্দ্র বেদনা তার করে নিবারণ ।
কার আজ্ঞে ?
কাউরের কামিক্ষে মায়ের আজ্ঞে ।
কার আজ্ঞে ?
হাড়ির ঝি চন্ডীর আজ্ঞে ।।

উক্ত মন্ত্র পাঠ করতে করতে চক্ষু ওঠা রােগীর চক্ষে ফুঁ দিলে যন্ত্রণা জ্বালা থাকে না। তিনবার মন্ত্র পাঠ করে তিনবার ফুঁ দিতে হয়।

Previous Next
No Comments
Add Comment
comment url