বিদ্যালাভের প্রক্রিয়া সরস্বতী মন্ত্র

আমরা জানি সরস্বতী বিদ্যার দেবী। বিদ্যা অর্জন বা জ্ঞান লাভের জন্য সরস্বতী পুজো করা হয়। সাধারণত পুজোতে দেবী মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র দ্বারা দেবীর পূজা সম্পন্ন করা হয়। কিন্তু এই সকল মন্ত্র ছাড়াও দেব-দেবীদের কিছু বীজ মন্ত্র থাকে। যে মন্ত্র গুলো ব্যবহার করে মানুষ উপকৃত হয়ে থাকেন। দেবদেবীর কৃপা লাভ করেন। তেমনি এই পোস্টে আমরা বিদ্যা লাভে সরস্বতী দেবীর একটি মন্ত্র নিয়ে চর্চা করব।

মন্ত্র— “ওঁ হ্রীং ঐং হ্রীং ওঁ সরস্বত্যৈ নমঃ।”

বিধি— যে কোনও দিন শুভ মুহূর্তে আরম্ভ করে ১০,০০০ (দশ হাজার) বার উক্ত মন্ত্র জপ করলে মন্ত্র সিদ্ধ হয়। এবার এক সের (কিলাে) গব্যঘৃতে ৪ কিলাে ছাগলের দুধ দিয়ে তাতে একটি টংক সহজনার মূল, বচ, সিন্ধুক নুন, ঘাবড়া ফুল ও লােধ মিশিয়ে মন্দা আঁচে পাক করবে। দুধ এবং ঔষধগুলি শুকিয়ে শুধুমাত্র যখন ঘৃত থাকবে তখন আঁচ থেকে নামিয়ে রাখবে। তারপর উপরােক্ত মন্ত্রে ১০৮ বার অভিমন্ত্রিত করে প্রত্যহ এক মন্ত্র “ওঁ রাজা প্রজা বন্ধু-বান্ধব শালা মিত্রং পরীক্ষা -তােলা পরিমাণ ঘৃত খেতে হবে। তার ফলে বিদ্যা ও মেধা শক্তি বৃদ্ধি পাবে। এর সঙ্গে যদি প্রত্যহ উক্ত মন্ত্র ১০০০ (এক হাজার) বার জপ করা যায়, তাহলে খুব তাড়াতাড়ি ফল দান করে।

Previous Next
No Comments
Add Comment
comment url