বুদ্ধি বৃদ্ধি করার মন্ত্র পদ্ধতি

আমরা অনেকেই আমাদের সন্তানদের মেধা বিকাশের চিন্তা করি। এই আধুনিক সমাজে বেঁচে থাকতে হলে অথবা সমাজের টিকতে হলে সুবুদ্ধি এবং মেধার প্রয়োজন। লেখাপড়া থেকে শুরু করে চাকুরী পর্যন্ত সব জায়গায় মেধাবীদের অগ্রাধিকার বেশি। সব সুস্থ মানুষের মেধা বুদ্ধি রয়েছে। তাই বলে যে সবার মেধা বুদ্ধি সমান তা কিন্তু নয়। অনেক সময় চর্চার উপর বুদ্ধির বিকাশ ঘটে। কিন্তু এই চর্চার মধ্যে মনোনিবেশ না হলে কোন কিছুই সম্ভব নয়। এই পোস্টে আমরা যে মন্ত্র নিয়ে আলোচনা করব, সেটি মানুষকে তার কাজে কর্মে মনোনিবেশের মাধ্যমে বুদ্ধি বৃদ্ধি করার ক্ষমতা যোগায়। 

মন্ত্র“ওঁ নমাে ওঁ হ্রীং শ্রীং ক্লীং বদ বদ বাবাদিনী বুদ্ধিবর্ধিনী হ্রীং নমঃ স্বাহা।” 

বিধিগ্রহণের দিন উক্ত মন্ত্র ১০,০০০ (দশ হাজার) বার জপ করলে মন্ত্র সিদ্ধ হয়। পরে প্রত্যহ রুদ্রাক্ষ মালায় ১০৮ বার জপ করতে থাকলে, সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি প্রভৃতি বৃদ্ধি হয়, পরীক্ষায় সাফল্য লাভ হয়।
Previous Next
No Comments
Add Comment
comment url