সর্ব কাজে সাফল্য লাভের বিজয় মন্ত্র ও যন্ত্র

নিম্নলিখিত যন্ত্রটিকে বিজয় যন্ত্র বলা হয়। আবার বর্ধমান পতাকাও বলা হয়। তবে একে বিজয় যন্ত্র বলা হয়। একে আবার বিজয়রাজ যন্ত্রও বলা হয়ে থাকে। এতে কিছু মন্ত্র প্রয়ােগ করা হয়।

কাজে সাফল্য লাভ

উপরােক্ত যন্ত্রটি রবিবার দিন লিখতে হবে, যতক্ষণ পর্যন্ত শুকতারা উদিত না হয়, ততক্ষণ লিখতে হবে। যখন যন্ত্রটি তৈরী হবে, তখন একটি চৌকীতে যন্ত্র রেখে ধূপ-দীপ জ্বালাবে, শুদ্ধতার সঙ্গে যন্ত্রটি রেখে, সাধ্যমত ভেট দেবে। তারপর নিম্নলিখিত মন্ত্র ১০৮ বার রুদ্রাক্ষ মালায় জপ করবে।

মন্ত্র— “ওঁ হ্রীং শ্রীং ক্লীং নমঃ বিজয়যন্ত্ররাজ ধারকস্য ঋদ্ধি বুদ্ধি জয়ং সুখং সৌভাগ্যং লক্ষ্মীসিদ্ধিং কুরু কুরু স্বাহা।”

এইভাবে মালা জপের পর পঞ্চামৃত মিশ্রিত হােমের মশলার দ্বারা ১০৮ বার হােম করবে। এই যন্ত্রের নয়টি বিভাগের কথা বলা হয়েছে। যেমন—
(১) প্রথম বিভাগে এর সাহায্যে দৃষ্টি দোষ, শাকিনী-ডাকিনী, ভূত-প্রেত প্রভৃতির ভয় দূর হয়।
(২) দ্বিতীয় বিভাগে যন্ত্রের প্রভাবে কর্মস্থলে উপরওয়ালার মন জয় করা হয়। 
(৩) তৃতীয় বিভাগে এই যন্ত্র থেকে অগ্নিভয় ও সর্পের উপদ্রব নষ্ট হয়। 
(৪) চতুর্থ বিভাগে জ্বরাদি নানাপ্রকার রােগ দূর হয়। 
(৫) পঞ্চম বিভাগে এই যন্ত্রের সাহায্যে নবগ্রহ দোষাদি দূর হয়। 
(৬) যষ্ঠ বিভাগে যন্ত্রটির সাহায্যে সর্বকার্যে জয় হয়। 
(৭) সপ্তম বিভাগে এই যন্ত্র নিয়ে যদি মন্দিরের ধ্বজায় বেঁধে দেওয়া যায়, তাহলে দৈনন্দিন উন্নতি হয়।
(৮) অষ্টম বিভাগে এই যন্ত্র লিখে যদি অস্ত্রে বাধা যায়, যুদ্ধে জয় হয়। 
(৯) নবম বিভাগে এই যন্ত্র দেওয়ালীর দিন দোকানের দেওয়ালে লিখে রাখলে দোকানের উন্নতি হয়। 

Previous Next
No Comments
Add Comment
comment url