স্বপ্নের মাধ্যমে চুরির সন্ধান মন্ত্র

চুরির ঘটনা প্রায় সব জায়গায়ই হয়ে থাকে। এই ঘটনার সন্ধানের জন্য মন্ত্র প্রয়ােগের প্রথাও অনেককাল আগে থেকেই চলে আসছে। চুরির সন্ধান করার বিষয়ে মন্ত্র প্রয়ােগেরও অনেক বিধি প্রচলিত আছে। তার মধ্যে চুরির দ্রব্যের সন্ধানে বাটি চালা’ বিধি খুবই আশ্চর্যজনক। এই প্রয়ােগের জন্য বাটিটাকে বিশেষরূপে তৈরী করতে হয়। বাটি চালা মন্ত্রের প্রয়ােগে মন্ত্র প্রেরিত বাটি চোরের চুরি করা দ্রব্য লুকিয়ে রাখার জায়গায় গিয়ে থেমে যায়। যদি চোর সেখানে উপস্থিত থাকে, তার মাথার উপর উঠে যায়, কিছু কিছু প্রয়ােগে চোরের মুখ দিয়ে রক্ত বেরুতে থাকে। আবার কিছু প্রয়ােগে চুরির সম্বন্ধে স্বপ্নে জানা যায়, যদি চুরির দ্রব্য কোনও স্থানে পােতা আছে সন্দেহ হয় বা কোনও ব্যক্তি বিশেষকে চোর মনে হয়, সেক্ষেত্রে বাটিচালা প্রয়ােগ করলে ভাল কাজ হয়। অন্যথায় অন্যান্য প্রয়ােগ দ্বারা চোরের সন্ধান করার চেষ্টা করতে হয়।

স্বপ্নের মাধ্যমে চুরির সন্ধান মন্ত্রঃ

মন্ত্র— “উদ্দমুদ্দ জল জলান,
পকড় চীটী ঘর পােড়,
ভেজ কুন্দাল্যা ওয়হ মুদ্দা,
কুহার ইয়া কহার।” 

বিধি— দোল পূর্ণিমা, দীপান্বিতা বা গ্রহণের দিন উপরােক্ত মন্ত্র ১০,০০০ (দশ হাজার) বার জপ করলে মন্ত্র সিদ্ধ হয়। নদীতীরে গিয়ে উপরােক্ত মন্ত্রটি রাত্রিকালে ১২১ বার পড়ে শুয়ে পড়লে ৭ দিনের মধ্যে স্বপ্নে কে চুরি করেছে ও কোথায় লুকিয়ে রেখেছে জানা যায়।

Previous Next
No Comments
Add Comment
comment url