চোর ধরার চাউল পড়া মন্ত্র

চোর ধরার জন্য চাউল পড়া মন্ত্র প্রয়োগ করুন। 

মন্ত্র—
“ওং নাহরসিংহ ওয়ীর হরে কপড়ে।
ওং লাহরসিংহ ওয়ীর চাওয়াল চুপড়ে।
সরর্সো কে ফক্ ফক্ করে শাহ কো ছােড়ে,
চোর কো পকড়ে, আদেশ গুরু কো।”

বিধি— হােলী, দীপান্বিতা অথবা গ্রহণের দিন উক্ত মন্ত্র ১০,০০০ ( দশ হাজার ) বার জপ করলে মন্ত্র সিদ্ধ হবে। একটি কাচা টাকা, যাতে কোনও দাগ নেই, চেয়ে নিয়ে তাকে দুধে রেখে লােবানের ধুনা দেবে। এবার ৩০০ গ্রাম চাল চেয়ে নিয়ে, তাকে জলে ধুয়ে গােমূত্রে ভিজিয়ে শুকিয়ে নেবে। শনিবার প্রাতঃকালে মাটিতে গােবর দিয়ে শুদ্ধ করে, তার ওপর সাদা কাপড় বিছাবে আর কাগজের ওপর চাল রেখে লােবান ও গুগগুলের ধূনা দিয়ে আকর চালগুলিকে পূর্বোক্ত সিদ্ধ মন্ত্রে ৭ বার অভিমন্ত্রিত করে টাকাটির ওজনে চাল ওজন করে সকলকে চিবুতে দেবে। যে আসলী চোর, সে ঐ চাল চিবুলে তার মুখ থেকে রক্ত বেরুতে থাকবে।

Previous Next
No Comments
Add Comment
comment url