‘স্বপ্নসিদ্ধি’ অন্যের মনের কথা জানার উপায়

টেলিপেথী নামে একটি শব্দ আছে। এর অর্থ হলাে— অপর কোনাে লােকের মনের কথা জানা। এখানে কার মনে কি আছে, তার প্রণালী সম্পর্কে বলা হচ্ছে। এর প্রয়ােগ দ্বারা আপনি যে কোনও লােকের মনের কথা স্বপ্নে জানতে পারবেন। এরই নাম স্বপ্নসিদ্ধি।

বিধি— যে কোনও মঙ্গলবার, অভিজিৎ যােগ, অর্থাৎ দিবা ১১-৩০ থেকে ১২-৩০ পর্যন্ত সময়ের মধ্যে একটি কাক ধরে আনবে। এর খাবার জন্য গােলাপ জলের সঙ্গে শুদ্ধ মধু মিশিয়ে দেবে। তাছাড়া খাবার জন্য সামান্য খাদ্যও দিতে হবে। কাকটিকে কিছুদিন নিজের কাছে রাখবে। অর্থাৎ ১৩ দিন তাকে লােহার খাচায় আবদ্ধ রাখবে এবং উপরিলিখিত মধু ও গােলাপ জল পান করার জন্য দিবে। ১৩ দিন পর্যন্ত কাকটিকে নিজের কাছে রাখবে। এবার কৃষ্ণা ত্রয়ােদশীর রাত্রে ১১ টার পর কাকটির মুণ্ড কেটে তার পেট চিরে। নাড়িভুড়ি সব বার করে কাকের হৃদপিণ্ডটি নিয়ে বাকী সব কিছু নিয়ে কোনও গােপন স্থানে গিয়ে মাটিতে পুঁতে দিতে হবে। এবার একটি তামার কৌটায় কাকের হৃদপিণ্ডটি রেখে কৌটা বন্ধ করে রােদে রেখে সেটা শুষ্ক করবে। যখন শুকিয়ে যাবে, তখন সেটিকে পঞ্চোপচারে পূজা করে সিদূর দেবে, এই সঙ্গে কিছু কস্তুরীও দেবে। এরপর সেটিকে প্রত্যহ রাত্রে শােবার সময় ধূপ দিয়ে কৌটাটি বন্ধ করে কয়েকটা ঝাকুনি দিয়ে বালিশের নিচে রেখে শুয়ে পড়বে। এই প্রয়ােগে প্রথম রাত্রি থেকে ৭ রাত্রির মধ্যে যে। কোনও রাত্রে স্বপ্নে কাক দেখতে পাবে। তাহলে বুঝতে হবে প্রয়ােগ সফল হয়েছে। কাক দেখা না গেলেও আবার ৭ রাত্রি এই প্রক্রিয়া করে যাবে। তারপরেই কাক দেখা যাবে এবং অপরের মনের কথা জানার শক্তি লাভ করবে। এই প্রক্রিয়ার সময় সাধককে একটি ঘরে একা শুয়ে থাকতে হবে। যখন শােবার সময় কৌটাটি হাতে নিয়ে যার মনের কথা জানার ইচ্ছা হবে, তার নাম করে একদৃষ্টে কৌটাটির দিকে চেয়ে থাকবে কিছুক্ষণ, তারপর সেটি বালিশের তলায় রেখে শুয়ে পড়বে। তাহলেই স্বপ্ন যােগে সেই ব্যক্তির মনের কথা জানতে পারবে।

Previous Next
No Comments
Add Comment
comment url