শিশুদের স্বপ্নভয় নাশক যন্ত্র

ঘুমের মধ্যে আমরা অনেক সময় অনেক কিছুই দেখি। কিছু কিছু স্বপ্ন হয় ভয়ঙ্কর এবং কিছু হয় আনন্দের। ভয়ের স্বপ্ন দেখলে আমরা ঘাবড়ে যাই শরীর শিউরে উঠে। কিন্তু যখন একই ঘটনা কোন শিশু বাচ্চার উপর ঘটে। তখন তাদের মনে একটা ভীতি দেখা যায়। ফলে তারা কাঁদতে শুরু করে দেয় অথবা ভয়ে সংকীর্ণ থাকে। তারা সকল ঘটনা খুলে বলতে পারেনা। শুধু তাদের মুখে একটা ভীতি র ছাপ দেখা যায়। যদি কোনো শিশুর উপর এমনটি ঘটে থাকে তাহলে নিচের যন্ত্রটি প্রয়োগ করুন। এটি অবশ্যই কাজ করে।

বিধি— যে সব শিশু ঘুমােবার সময় স্বপ্ন দেখে ভয় পেয়ে চমকে ওঠে বা শিউরে ওঠে, উপরােক্ত যন্ত্রটি ভূর্জপত্রে অষ্টগন্ধ দ্বারা লিখে ধূপ দিয়ে তার মাথার বালিশের তলায় রাখলে, স্বপ্নভয় থাকবে না।

Previous Next
No Comments
Add Comment
comment url