তিব্র পেটবেদনা নিবারণ মন্ত্র।

একটি কথা রয়েছে তা হলো ‘পেট ভালো তো জগৎ ভালো।’ যাদের পেট ভালো নেই অর্থাৎ পেটের রোগে আক্রান্ত বা পেটব্যথা জনিত অসুখে ভোগেন। তাদের কাছে জীবনটা খুবই দুরূহ এবং কষ্টকর হয়ে ওঠে। এই পেট ব্যাথা যখন-তখন যন্ত্রণা দিয়ে থাকে। ভাল-মন্দ খাবার খেলে বা ঘুমের কম বেশি হলেই পেটের সমস্যা দেখা দেয়। এই পোস্টে আমরা তীব্র পেটব্যথা নিবারণ মন্ত্র নিয়ে আলোচনা করব। এটিকে তান্ত্রিক ও কবিরাজি চিকিৎসা বলে।

মন্ত্র— “ওঁ নমাে আদেশ গুরু কো, স্যাম গুরু পরওত, স্যাম গুরু পরওয়ত্ মে বড়, বড় মে কুওয়া, কুওয়া মে তীন সুওয়া, কওন সুওয়া বাইস বাজ হর, সুওয়া পীড় সুওয়া ভাজ ভাজ, বেজার আয়গা জতী হনুমন্ত মার করেগা, ভসমন্ত ফুরাে মন্ত্র ঈশ্বরাে বাচা।”

বিধি— প্রথমে মন্ত্র ১০০০ (এক হাজার) বার জপ করে সিদ্ধ হবে। পরে এই মন্ত্র দ্বারা এক গেলাস জল ৩ বার অভিমন্ত্রিত করে, সেই জল রােগীকে খাওয়ালে পেটের যন্ত্রণা আরােগ্য হয়।

Previous Next
No Comments
Add Comment
comment url