রাতে ঘুম না হলে অনিদ্রানাশক তন্ত্র প্রয়ােগ

রাতে ঘুম না হলে অনিদ্রানাশক তান্ত্রিক প্রয়ােগ

রাতে ভালোমতো ঘুম না হলে অনেক রকমের শারীরিক সমস্যা দেখা দেয়। তাদের মধ্যে হল, পেট ব্যথা, শারীরিক দুর্বলতা, জ্বর সর্দি, মাথা ব্যাথা সহ নানান ধরনের জটিল সমস্যা। তার মধ্যে একটি হলো অনিদ্রা রোগ। ঘুম না হতে হতেই একটা অভ্যাসে পরিণত হয়। হলে রাতের ঘুম নষ্ট হয়ে গিয়ে দিনের সময় ঘুমানোর অভ্যাস এ পরিণত হয়। যা মানুষকে করে তোলে রোগা এবং দুর্বল। আজকে এই পোস্টে আমরা রাতে ঘুম না হলে কি করতে হবে এ বিষয়ে একটি তান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করব। তান্ত্রিক পদ্ধতি যেহেতু কবিরাজি পদ্ধতির মধ্যে পরে সেটাকে কবিরাজি চিকিৎসা বলা যায়। এই পদ্ধতির দুটি খুবই কার্যকরী।

তাছাড়াও রাতে ঘুম না হওয়ার কিছু কারণ রয়েছে যেমন— চিন্তা, রক্তচাপবৃদ্ধি, ভয়, ভ্রম, উচ্চাটন, দীর্ঘ রােগ ভােগ কারণে দুর্বলতা প্রভৃতির জন্য মানুষের অনেক সময় অনিদ্রা রােগ দেখা দেয়, বিছানায় থেকে ছটফট করে, সারারাত্রি জেগে থাকে। পরে এই রােগ প্রবল হয়ে দাড়ায়।

এর প্রতিকারের উপায়:—

(১) কেচুয়া ঘাসের মূল পেষণ করে রােগীর মাথায় দিলে অনিদ্রা দূর হয়।
(২) শ্বেত গুঞ্জার মূল রাত্রে শােবার সময় রােগীর মাথার নীচে রেখে দিলে অনিদ্রা
রােগ দূর হয়।

প্রিয় পাঠক/পাঠিকা, এই বিষয়ে আরো পোস্ট খুঁজে পেতে নিচে সূচিপত্র দেখুন।

Previous Next
No Comments
Add Comment
comment url