স্বপ্নদোষ নাশক তন্ত্র প্রয়ােগ

ছেলেদের একটি মারাত্মক রোগ হচ্ছে স্বপ্নদোষ। স্বপ্নদোষের কারনে শরীর অনেক সময়ে দুর্বল হয়ে পড়ে। সাধারণ স্বপ্নদোষ শরীরের উপর তেমন প্রভাব ফেলে না। কিন্তু অনিয়মিত স্বপ্নদোষ বা ঘন ঘন স্বপ্নদোষ শরীরকে যেমন দুর্বল করে দেয় তেমনি দেখা দেয় নানান সমস্যা। যেমন মাথা ব্যাথা, পেটের সমস্যা, খিটখিটে মেজাজ, বদ হজম সহ ইত্যাদি সমস্যা।

আপনি যদি স্বপ্নদোষ রোগে ভুগে থাকেন। তাহলে নিচের উপায় দুটি প্রয়োগ করে দেখতে পারেন। যা খুবই কার্যকরী এবং শুভ ফলদায়ক।

১। যে ব্যক্তি স্বপ্নদোষ রােগে আক্রান্ত হয়েছে, তাকে রাত্রে শােবার সময় নিজের মাকে স্মরণ করতে হবে এবং মায়ের নাম কাগজে লিখে মাথার বালিশের তলায় রাখবে। এই প্রক্রিয়ায় স্বপ্নদোষ নিবারণ হয়।

২। কালাে ধুতুরার মূল তুলে এনে কোমরে বেঁধে রাখলে উক্ত রােগ দূর হয়।
Previous Next
No Comments
Add Comment
comment url