আগুনে পুড়লে কিছু কার্যকরী লোক চিকিৎসা পদ্ধতি

সমস্ত চিকিৎসা পদ্ধতিরই নিজস্ব ঔষধ কোষ বিদ্যমান। লোক-চিকিৎসাও এর ব্যতিক্রম নয়। কিন্তু লােক-চিকিৎসার কোন লিখিত ঔষধ কোষ নেই। বিভিন্ন স্থান থেকে মৌখিক সূত্রে প্রাপ্ত লােক-চিকিৎসার একটি সংক্ষিপ্ত ঔষধকোষ উপস্থাপন করা হল।

অগ্নিদগ্ধ

আগুনে সামান্য পুড়লে এবং ফোস্কা ওঠার সম্ভাবনা থাকলে নিম্নলিখিত মন্ত্রে দগ্ধ স্থান ‘ ঝাড়লে ' (ফুক দিলে) শীঘ্র যন্ত্রণা নিবারণ হয় ও ফোস্কা ওঠে না।

মন্ত্র— 
আগুন খাই 
আগুন বারি 
ফুঁদে আগুন
পানি করি।

নিয়ম: এই মন্ত্র একবার পড়ে এক ফুঁ হিসেবে মােট সাতবার পড়ে সাত ফুঁ দিতে হবে। সেই সঙ্গে আক্রান্ত স্থানে ধীরে ধীরে হস্ত সংবাহনও করতে হবে। (পরীক্ষিত এবং ফলপ্রদ)।

কেরােসিন তেল

মন্ত্রাদি জানা না থাকলে, দগ্ধ স্থানে কেরােসিন তেল মাখিয়ে দিলেও ধীরে ধীরে যন্ত্রণা নিবারণ হয় এবং ফোস্কা পড়ে না।

ঘৃত কুমারীর শাঁস

দগ্ন স্থানে ঘৃত কুমারীর ডগার মধ্যস্থ শাস লাগালে ফোস্কা পড়ে না ও যন্ত্রণা দূর হয়।

ডিমের কুসুম ও লালা

সাংঘাতিক ভাবে দগ্ধ শরীরে মুরগীর ডিম ভেঙে তার মধ্যস্থ কুসুম ও লালা একত্রে প্রলেপিত করলে যন্ত্রণা নিবারণ হয় এবং ফোস্কা পড়ে না।

ভিজা বালির প্রলেপ

এরূপ ক্ষেত্রে, যন্ত্রণা নিবারণের জন্য কাঁচা বালি ভিজিয়ে দগ্ধ স্থানে প্রলেপ দিলেও উপকার হয়।

লবণ পানি

অল্প পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে সেই লবণ গােলা পানি দগ্ধ স্থানে প্রয়ােগ করলেও যন্ত্রণা নিবারণ হয় ও ফোস্কা পড়ে না। 

Previous Next
No Comments
Add Comment
comment url