রুজী বৃদ্ধির জন্য বিছমিল্লাহ শরীফের আমল

যদি কেহ বিছমিল্লাহ শরীফের খতম আমল করে, তবে তাহার রুজি বৃদ্ধি হইবে, যাবতীয় মুশকিল সহজ হইয়া যাইবে। আর তাঁহার দোয়া আল্লাহ তাআলা কবুল করিবেন। বিসিল্লাহ শরীফের খতমের নিয়ম এই যে, সূৰ্য্য পূর্ব আকাশে থাকা অবস্থায় অজু করিয়া নিম্নোক্ত বিছমিল্লাহর নকশাদ্বয় লিখিবে। দৈনিক একাধারে সাত দিন পর্যন্ত সাতশত ছিয়াশিবার বিছমিল্লাহ শরীফ পাঠ করিবে। সাত দিন পুরা হইবার পরে পুনঃ একশত বত্রিশবার বিছমিল্লাহ শরীফ পাঠ করিয়া আল্লাহর নিকট দোয়া করিবে। আর লিখিত নকশাদ্বয় কবজ বানাইয়া শরীরে ব্যবহার করিবে। 

নকশাদ্বয় এই—


নকশা দুটি একত্রে মাদুলিতে ভরে অথবা সুতোয় বেঁধে শরীরে ব্যবহার করা যায়। যতদিন নকশা দুটি শরীরে থাকবে ততদিন পাক-পবিত্র থাকার চেষ্টা করবে।
Previous Next
No Comments
Add Comment
comment url