সহজ হিসাবের মাধ্যমে কাক ডাকের ফলাফল সম্বন্ধে খনার বচন

কাক যদি ডাকে আনমনে। 
ছায়া মাপি করিবে দ্বিগুণে॥
সাতে হরলে থাকে যেই।
কাকের প্রমাণ কহে সেই॥

গদ্যানুবাদ— কাক যদি আপন মনে ডাকে, তাহলে যে সময় ডাকবে, সেই সময়ের ছায়া আঙ্গুলের দ্বারা মাপলে যত আঙ্গুল হবে, তাকে দ্বিগুণ করে যা হবে, তাকে সাত দিয়ে ভাগ করলে ফলাফল যা হবে, নিচে দেওয়া হলো:

একেতে হয় ভোজন।
দু'য়ে জীব উৎপাদন॥
তিনেতে মরণ হয়। 
চারেতে বিবাদ বাধায়॥
যদি সংখ্যা পাঁচ হয়।
মঙ্গল যাত্ৰা সুনিশ্চয়॥
শূন্য কিংবা ছয় থাকলে।
নিজের বুলি কাকে বলে॥

গদ্যানুবাদ— ছায়া মেপে তাকে দ্বিগুণ করে, তাকে সাত দিয়ে ভাগ করে যদি ভাগশেষ এক থাকে, তাহলে কাক ভোজনের কথা বলে। দুই থাকলে গৃহে জীবের জন্ম হয়। তিন থাকলে কারও মরণ, চার থাকলে কলহ-বিবাদ বা গৃহে অগ্নি লাগে। যদি পাঁচ থাকে, তাহলে শুভ সংবাদ আসে এবং যাত্রা শুভ হয়। শূন্য বা হয় থাকলে কাক তার নিজের বুলি বলছে জানতে হবে।

উদাহরণ— রোদযুক্ত ফাঁকা জায়গায় একটি দ্বাদশ (১২) আঙ্গুল কাঠি পুঁতে রাখবে। কাক ডাকার সময়ে ঐ কাঠির যে ছায়া পড়বে, তা মেপে নিতে হবে। তাকে দ্বিগুণ করে সাত দিয়ে ভাগ করবে।

যেমন: কাক ডাকার সময় ছায়ার মাপ পাঁচ আঙ্গুল হলে— ৫×২=১০÷৭=৩ ভাগশেষ। অতএব গৃহস্থের কেউ মারা যাবে।

এই রকম ছায়ার মাপ ১০ হলে, ১০×২=২০÷৭=৬ ভাগশেষ। অতএব কাক তার নিজের বুলি বলছে জানতে হবে। এতে কোনও শুভাশুভ হয় না। 
Previous Next
No Comments
Add Comment
comment url