নাভি নড়া রোগের কবিরাজি চিকিৎসা বা নাভি স্থিরীকরণ যন্ত্র

যোনিগত রোগ, সহবাস, চলা ফেরার সময় উঁচু নিচুতে পা পড়া বা খালি পেটে গুরুভোজন প্রভৃতি কারণে নাভি স্থানচ্যুত হয়, তার ফলে পেটে খুব যন্ত্রণা হতে থাকে, এইরূপ অবস্থা হলে-


উপরে লিখিত যন্ত্রটি লিখে যথারীতি পূজা করে রোগিণীর কোমরে বেঁধে দিতে হবে। যাতে এটি নাভির পাশে থাকে। যথারীতি ধূপ দীপ দেখিয়ে বাঁধতে হবে। এই প্রক্রিয়ার দ্বারা নাভিটলা রোগ দূর হয়।

নাভি স্থিরীকরণ দ্বিতীয় যন্ত্র


রোগীকে চিৎভাবে শয়ন করিয়ে তার নাভির ওপর উক্ত যন্ত্রটি জল দ্বারা ৫ বার লিখতে হবে এবং ৫ বার ফুঁ দিতে হবে। পরে ভূর্জপত্রে পঞ্চগন্ধ দ্বারা উক্ত যন্ত্র লিখে রোগীর কোমরে নাভির পাশে বেঁধে দিতে হবে। প্রথমে যে কোনও গ্রহণের দিন যন্ত্র লিখে পূজাদি করে সাধককে যন্ত্র সিদ্ধ হতে হবে এবং যন্ত্রটির চারপাশে ক্রমশঃ শ্রীরামচন্দ্রাজ্ঞা, শ্রীলক্ষ্মনাজ্ঞা, শ্রীসীতামাতুরাজ্ঞা, শ্রীহনুমন্তাজ্ঞা লিখে, যথাশক্তি এদের পূজা করলে যন্ত্র সিদ্ধ হবে।
Previous Next
No Comments
Add Comment
comment url