রক্ষাপ্রদ ও জয় প্রাপ্তির দুটি মন্ত্র

এই প্রবন্ধে দুটি মন্ত্র নিয়ে আলোচনা করা হবে। একটি জয়লাভ ও রক্ষাপ্রদ মন্ত্র এবং অন্যটি জুয়া খেলায় বিজয়ী হওয়ার মন্ত্র। নিম্নক্ত বিধি মেনে মন্ত্র দুটি চর্চা করলে সুফল পাওয়া যায়।

জয় এবং রক্ষাপ্রদ কালাগ্নিরুদ্র মন্ত্র

মন্ত্র—“ওঁ শ্রীং হ্রীং ঐং ক্লীং হ্যৌং সৌং ক্রৌং ক্রীং ক্রৌং ক্লীং ক্রৌং ক্লীং ক্রৌং ক্রীং ক্রীং ক্রীং ওঁ ভূর্ভুব স্বঃ শ্রী কালাগ্নিরুদ্রায় নমঃ।”

বিধি—প্রত্যহ প্রাতে উক্ত মন্ত্র রুদ্রাক্ষ মালায় ১০৮ বার করে জপ করলে আয়ু বৃদ্ধি হয়, স্বাস্থ্য পুনরুদ্ধার হয়, রুদ্রদেব প্রসন্ন হয়ে সাধকের শত্রু দমন করে তাকে বিপদ থেকে রক্ষা করেন।

জয় প্রাপ্তির জন্য জয় মন্ত্র

মন্ত্র—“ওঁ হুং ফট্।”

বিধি—নবরাত্রি অর্থাৎ মহালয়ার পরদিবস শুক্লা প্রতিপদ থেকে শুরু করে মহানবমী পর্যন্ত উক্ত মন্ত্র ১,০০,০০০ (এক লক্ষ) জপ করে মন্ত্র সিদ্ধ হবে। তারপর উক্ত সিদ্ধ মন্ত্র ১০৮ বার জপ করে যেখানে যে কাজের জন্য যাবে, জয়লাভ করবে।

মন্ত্রকে সঠিকভাবে প্রয়োগের জন্য ষটকর্ম দেখুন। ষটকর্মে মন্ত্র'র কাল, দিক, ক্ষণ, আসন ইত্যাদি সুন্দর ভাবে বিশ্লেষণ করা আছে। যা আপনাকে অনেকটা সহযোগিতা করবে। ধন্যবাদ।

Previous Next
No Comments
Add Comment
comment url