মাটির নিম্নস্থ দ্রব্য দর্শনীয় ভূমিদর্শক অঞ্জন মন্ত্র

তান্ত্রিক সাধকদের জন্য মন্ত্র। এই মন্ত্র গুলোর মাধ্যমে মাটির নিম্ন স্তরে দ্রব্যর খোঁজ পাওয়া যায়। ষটকর্ম অনুযায়ী মন্ত্র সিদ্ধ করলে ব্যক্তি তার পার্শ্ববর্তী ভূমির তল দর্শন করতে পারেন। অর্থাৎ নিচে কোন গুপ্তধন থাকলে অলৌকিকভাবে তিনি তার সংকেত পেয়ে থাকেন।

মন্ত্র—“ওঁ ঐং সর্বসিদ্ধিভ্যো নমো বিশ্বেভ্যঃ স্বাহা।”

বিধি—শরৎকালে শিবের পূজা করবে। আকন্দের তুলায় সলিতা তৈরী করবে, কালো তিলের তেল নিয়ে উত্তরায়ণ সূর্যে কাজল তৈরী করবে। উপরোক্ত মন্ত্র জপ করতে করতে কাজল তৈরী করতে হবে। এইভাবে কাজল তৈরী করে সেই কাজলকে নিম্ন মন্ত্রে অভিমন্ত্রিত করবে।

মন্ত্র—ওঁ কালি কালি মহাকালি রক্ষেদ অঞ্জনম্ নমো বিশ্বেভ্যো স্বাহা।”

অতঃপর স্বর্ণশলাকা দ্বারা চোখে কাজল লাগাবে। লাগাবার সময় নিম্নলিখিত মন্ত্র জপ করবে।

মন্ত্র—“ওঁ সর্বসর্বহিতে ক্লীং সর্বে সর্বহিতে সর্বৌষধি প্রবাহিতে বিরতে নমো নমঃ স্বাহা।”

বিধি—কাজল চোখে দেবার পর দুধ ও চাউল সিদ্ধ করে পায়সান্ন আহার করবে এবং শিখা বন্ধন পূর্বক চোখে সাদা কাপড়ের পট্টি বাঁধবে। এই প্রক্রিয়ার দ্বারা মাটিতে লুকানো বা গর্তে চাপা দিয়ে রাখা ধন-দৌলতাদি যে কোনও দ্রব্য দেখতে পাওয়া যায়।

Previous Next
No Comments
Add Comment
comment url