যক্ষসিদ্ধি লাভের দুটি তান্ত্রিক মন্ত্র বিদ্যা

যারা যক্ষসিদ্ধ হতে চান, তারা নিম্নোক্ত মন্ত্র দুটি প্রয়োগ করতে পারেন। এই মন্ত্র দুটি মূলত তান্ত্রিকদের জন্য। যারা তন্ত্রবিদ্যায় পারদর্শী। এছাড়াও যদি কারো আগ্রহ থাকে যক্ষবিদ্যায়, তাহলে তিনি ষটকর্ম অনুযায়ী সকল বিধি-বিধান মেনে এই মন্ত্র দুটো প্রয়োগ করতে পারেন।

যক্ষসিদ্ধি মন্ত্র (১)

মন্ত্র—“ওঁ নমো ভগবতে রুদ্রায় তুল তুল মহেশ্বর নুজ্বল নুজ্বল বিজ্বল বিজ্বল মিজ্বল মিজ্বল হর হর যক্ষ রক্ষ পূজিতে যক্ষ কুমারী সুলোচনে স্বাহা।”

যক্ষসিদ্ধি মন্ত্র (২)

মন্ত্র—“ওঁ নমো ভগবতে রুদ্রায় ওঁ নন্ন নন্ন মহেন্ন বিহেন্ন, মহেন্ন-বিহেন্ন, হর হর রক্ষ রক্ষ পূজিতে যক্ষকুমারী সুলোচনে স্বাহা।”

বিধি—উপরোক্ত মন্ত্র দুটির যে কোনও একটি সূর্যোদয় ও সূর্যাস্ত সময়ে প্রত্যহ ১,০০০ (এক হাজার) জপ করবে। ১,০০,০০০ (এক লক্ষ) জপ হলে মন্ত্র সিদ্ধ হয়। এর ফলে সাধক যক্ষ সিদ্ধি লাভ করে এবং যক্ষের শক্তিতে নানাপ্রকার দ্রব্য ইচ্ছামতো লাভ করতে পারে।

Previous Next
No Comments
Add Comment
comment url