কান্তি বা যৌবনে তেজ বৃদ্ধির তান্ত্রিক প্রয়োগ

ক্লান্তি ও কান্তি দুটি আলাদা শব্দ। ক্লান্তি অর্থ নিস্তেজ এবং কান্তি অর্থ তেজ। ক্লান্তি যৌবন শক্তিকে কমিয়ে দেয়। যেকোন কাজে অনীহা ডেকে আনে। মানুষকে দুর্বল করে দেয়। উন্নতিতে বাধা দেয়। তাই জীবনে উন্নতি ও যৌবন শক্তিকে ধরে রাখতে হলে, ক্লান্তি দূর করার উপায় খুঁজতে হয়। প্রিয় পাঠক, এই প্রবন্ধে ক্লান্তি দূর করার কিছু তান্ত্রিক প্রয়োগ নিয়ে আলোচনা করব। যা আপনাদের জন্য খুবই উপকারী বলে গণ্য হবে। 

 কান্তি (তেজ) বর্ধক তন্ত্র প্রয়োগ 


১। কালো মরিচ, গোরোচনা পেষণ করে দেহে লাগালে দেহের ক্ষতাদি বা অন্য প্রকার দোষ দূর হয়। দেহকান্তি বৃদ্ধি পায়। 

২। মসুর ডাল দুধের সঙ্গে পেষণ করে, তার সঙ্গে কর্পূর মিশিয়ে, এই লেপ দেহে মাখলে ব্রণ, ঘামাচি, ক্ষতাদি আরোগ্য হয়ে কান্তি বৃদ্ধি পায়। 

৩। মসুর ডাল দুধের সঙ্গে পেষণ করে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে দেহে মর্দন করতে হবে। রাতে মর্দন করে সকালে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলবে। এতে কান্তি বা তেজ বৃদ্ধি পায় । 

উপরে উল্লেখিত যেকোনো একটি তন্ত্র প্রয়োগ করে আপনি সুফল পেতে পারেন। অথবা আপনি সব কয়টি তন্ত্র প্রয়োগ করতে পারেন।
Previous Next
No Comments
Add Comment
comment url