বিপদাপদ হইতে রক্ষার জন্য ছালাতি ছেহহাতিন্নাফছের আমল সমুহ

বিপদাপদ হইতে মুক্তির জন্য এবং স্থান ঠিক থাকার জন্য নিম্ন নিয়মে দুই রাকয়াত নামাজ আদায় করিবে। ইহা সর্বদা আদায় করিলে যাবতীয় বালা মুছিবত দূর হইয়া যাইবে এমনকি কখনো বালা মুছিবতে আক্রান্ত হইবে না। 

নামাজের নিয়ম: চাশত নামাজর ওয়াক্তে দুই রাকয়াত ছালাতুল ছেহাতিন্নাফছের নিয়ত করিবে। প্রথম রাকয়াতে ছুরায় ফাতেহার পরে আয়াতুল কুরছি ও সুরায় ওয়াশামছি ও পাঁচবার ছুরায় এখলাছ পড়িবে। দ্বিতীয় রাকাতে ছুরায় ফাতিহার পরে আয়াতুল কুরছি একবার এবং ছুরায়ে ওয়াদ্দোহা পাঁচবার পাঠ করিবে। নামাজান্তে নিম্নের দোয়া পাঠ করিয়া মোনাজাত করিবে। 

দোয়া উচ্চারণ: 
আল্লাহুম্মা ইন্নী আছয়ালুকাল আফওয়া ওয়াল আ’ফিয়াতা ফীদ্দুনইয়া ওয়াল আখিরাতি। 

নামাজের নিয়াত: 

نَوَيْتُ أَنْ أَصَلِّي لِلّهِ تَعَالَى رَكَعَتَى صَلوةِ صِحَّةِ النَّفْسِ خَالِصًا لِلَّهِ تَعَالَى مُتَوجها إلى جهَةِ الْكَعْبَةِ الشَّرِيفَةِ - الله اكبر

বাংলা উচ্চারণ: 
নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতাই ছালাতি ছেহাতিন্নাফছি খালিছান লিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাঅ'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার।
Previous Next
No Comments
Add Comment
comment url