ভূতের উপদ্রনাশ করতে ভূত মারণ মন্ত্র

এই প্রবন্ধে আমরা ভূত মারণ মন্ত্র সম্পর্কে আলোচনা করব। এই মন্ত্রটি প্রয়োগের আগে অবশ্যই দেহ বন্ধ করে নেবেন। বিষয় সুচিপত্র থেকে দেহ বন্ধ মন্ত্র দেখতে পারেন। এই মন্ত্রটির মাধ্যমে আপনি যেকোনো ধরনের ভুত কে মারতে পারবেন। এই মন্ত্রটি প্রয়োগের আগে ষটকর্ম বিধিমালা গুলোও দেখে নিবেন। ভূত মারণ মন্ত্র গুলো খুবই বিপদজনক হয়ে থাকে। তাই গুরুর পরামর্শ নিয়ে কথা বলা হয়ে থাকে। আপনি যদি এই মন্ত্র গুলো প্রথম শিখতে চান বা চর্চা করছেন। তাহলে একজন গুরু ধরুন। যিনি আপনাকে নানান দিক থেকে সহযোগিতা এবং পরামর্শ দিবেন। তো এবার আসুন শুরু করা যাক....

ভূত মারণ মন্ত্র

“ওঁ নমো আদেশ গুরু কো। 
হনুমন্ত ওয়ীর বজরঙ্গী বজ্রধার, 
ডাকিনি শাকিনি ভূত-প্রেত জিন্ কো,
ঠোক্‌ ঠোক্ মার্ মার্, নহী মারে তো—
নিরঞ্জন নিরাকার কা দুহাঈ।”

বিধি—শনিবার দিন আরম্ভ করে ২১দিন পর্যন্ত শ্রীহনুমানজীর বিধিমত পূজা করবে এবং প্রত্যহ উক্ত মন্ত্র ১২১ বার জপ করবে। তার ফলে মন্ত্র সিদ্ধ হবে। পরে চৌরাস্তার কাঁকর অথবা মাষ কলাই হাতে নিয়ে উক্ত মন্ত্রে ৭বার অভিমন্ত্রিত করে ভূতগ্রস্ত রোগীর দেহে নিক্ষেপ করলে ভূত মারা যায়, রোগীও আরোগ্য হয়।
Previous Next
No Comments
Add Comment
comment url