ভূত-প্রেত ভয় ও উপদ্রব নিবারক যন্ত্র

প্রিয় পাঠক, এই প্রবন্ধে আমরা যে যন্ত্রটি নিয়ে আলোচনা করব সে যন্ত্রটি ১৬ কোষ্ঠার একটি একশো সত্যি ছত্রিশা যন্ত্র। এই যন্ত্রটি গৃহের বাইরে রাখার জন্যও লিখতে হয়, আবার নিজের কাছে রাখার জন্যও লিখতে হয়। এই যন্ত্রটিকে ভূত-প্রেত নিবারক যন্ত্র বলা হয়। যারা মনে করেন আপনার বাড়িতে ভূত-প্রেতের উপদ্রব রয়েছে তারা এই যন্ত্রটি প্রয়োগ করবেন। এবার আসুন এই যন্ত্রটি লিখার বিধিগুলো সম্পর্কে জেনে নেই।

এটি দীপান্বিতা অমাবস্যার রাত্রিতে লেখার কথা বলা হয়েছে। কিন্তু আবশ্যক হলে যখন প্রয়োজন তখনই লেখা যায়। তবে যে কোনও অমাবস্যার রাত্রিতে লিখলে খুবই ফলপ্রদ হয়। যখন ভূত-প্রেত বা ডাকিনির ভয় উৎপন্ন হবে, সেই সময় এই যন্ত্রটি তৈরী করে ধারণ করলে কোনও ভয় থাকে না। যন্ত্রটিকে ভূর্জপত্রে অথবা কাগজে অষ্টগন্ধ দ্বারা লিখতে হবে। ঘরের দেওয়ালে লিখতে হলে সিন্দুর দিয়ে লিখবে।


মনে রাখবেন, যন্ত্রটি লিখার সময় অবশ্যই আপনাকে পরিষ্কার পোশাক পরিধান করতে হবে। তার আগে স্নান করে নিবেন। শুদ্ধ মনে শুদ্ধ স্থানে বসে অর্থাৎ পরিষ্কার স্থানে বসে এই যন্ত্রটি লিখবেন।
Previous Next
No Comments
Add Comment
comment url