ভূত বিনাশক কবচ | অপশক্তি থেকে রক্ষার যন্ত্র

অনেক সময় ভূতের ব্যাপারটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যখন সাধারণ চিকিৎসা করার পরেও কোন ব্যক্তি বা শিশু অস্বাভাবিক ভাবে রোগা গ্রস্ত হতে থাকে, মানসিক সমস্যা দেখা দেয়, জীবন যাপনে ভয়ংকর কিছু হয় তখনই অশরীরী বা অপশক্তির প্রভাব ধরা দেয়। আর এ থেকে মুক্তির জন্য দ্বারস্থ হতে হয় তান্ত্রিকের। 

এই প্রবন্ধে আমরা এমন একটি কবচ নিয়ে আলোচনা করব। যার মাধ্যমে আপনি ভূত-প্রেত থেকে নিজেকে এবং অন্যকে রক্ষা করতে পারবেন। এবার কবচ বা যন্ত্রটি দেখে নেয়া যাক...


বিধি— শ্মশান থেকে মড়ার কাপড় এনে তার ওপর উক্ত যন্ত্রটি কৃষ্ণপক্ষের অষ্টমী বা চতুদশীর দিন লিখতে হবে। এই যন্ত্রটি পূজা করে আবার সেই শ্মশানে পুঁতে দিতে হবে।

যন্ত্রে মধ্যস্থলে যাকে ভূতে ধরেছে, অর্থাৎ ভূতগ্রস্ত ব্যক্তির নাম লিখে দিতে হবে। যেদিন এই প্রয়োগ করবে, সেদিন উপবাস থাকবে, এই মন্ত্র প্রয়োগে শিশুদের উপর ভূত আক্রমণ নষ্ট হয়। আবার এই মন্ত্র প্রয়োগে শুধু ভূতাবেশ নয় তীব্র জ্বরও এর দ্বারা আরোগ্য হয়।
Previous Next
No Comments
Add Comment
comment url