ভূতাবেশ নিবারক কবজ | ভূতের লক্ষণ দেখা দিলে এই তাবিজ প্রয়োগ করুন

যদি কোন রোগির মধ্যে ভূত ধরার লক্ষণ দেখা যায়, তাহলে তাকে ভূতের আছর বলা হয়। অনেক সময় কেউ সন্ধ্যাবেলা অথবা গভীর রাত্রে কোন নিষিদ্ধ বা ভয়ঙ্কর স্থান দিয়ে যাওয়ার পথে ভূতাগ্রস্ত হন। এরপর তার চলমান জীবন যাপনে ব্যাঘাত ঘটে, অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়। ধীরে ধীরে রোগী অসুস্থ হয়ে পড়েন, শরীরের রং বদলে যায়, মেজাজ অন্য রকম হয়ে যায়।আপনি যদি এমন কোন ব্যক্তির সহযোগিতা করতে চান, তাহলে এই প্রবন্ধে উল্লেখিত কবজটি ব্যবহার করতে পারেন। নিম্নের বিধি মোতাবেক কথা কবজটি ব্যবহার করবেন। নিম্নে ভূতাবেশ নিবারক কবজ বা যন্ত্র দেয়া হলো:


বিধি— ভূর্জপত্রে ধুতুরার রস দ্বারা উক্ত যন্ত্র লিখে যন্ত্রের পূজা করে ত্রিলৌহ (সোনা, রূপা, তামা) দ্বারা কবচ তৈরী করে তাতে ভরে গলায় ধারণ করলে সর্বপ্রকার ভূতাবেশ দূর হয়। 
Previous Next
No Comments
Add Comment
comment url