ভূত-প্রেত নাশক যন্ত্র ও ব্যবহারের সহজ দুটি পদ্ধতি

এটা ভূত-প্রেত নাশক এমন একটি যন্ত্র যা আপনারা ফ্রেমে বা লিখে ঘরের ভিতর ব্যবহার করতে পারবেন। এমনকি তাবিজ পদ্ধতিতে ভূতাগ্রস্থ রোগীর জন্য প্রয়োগ করতে পাবেন। এটা তৈরির বিধিমালা বেশ সহজ। এবার পদ্ধতি দেখে নেয়া যাক:


বিধি: এই কবজটি আপনারা দু ভাবে ব্যবহার করতে পারেন। যন্ত্রটি লেখার আগে আপনাকে স্নান করে নিতে হবে। পরিষ্কার পোশাকাদি পরিধান করে শুদ্ধ আসনে বসে যন্ত্রটি লিখতে হবে। অবশ্য ঐদিন নিরামিষ খাবার খেতে হবে। 

প্রথমত: উপরোক্ত যন্ত্রটি অষ্টগন্ধ দ্বারা ভূর্জপত্রে লিখে ঘরে রাখলে ভূত প্রেতাদির ভয় দূর হয়।

দ্বিতীয়ত: উক্ত যন্ত্রটি রূপার তাবিজে ভরে তাতে শ্মশানের মাটি দিয়ে ভূতগ্রস্ত ব্যক্তির মাথায় কিছুক্ষণ রাখলে এবং তারপর পুকুরে ফেলে দিলে ভূত ছেড়ে যায় এবং রোগী সুস্থ হয়।
Previous Next
No Comments
Add Comment
comment url