বৃশ্চিক বিষনাশক ঔষধ ও ঝাড়ন মন্ত্র প্রয়োগ

বৃশ্চিক নামক ছোট প্রাণীটি আমারা অনেকেই দেখেছি। বর্তমান মিডিয়া টেকনোলজির কারণে স্বচক্ষে না দেখলেও বৃশ্চিক প্রাণীটির ছবি প্রায় সবারই দেখা। এশিয়া মহাদেশের এই প্রাণীগুলো খুবই বিষাক্ত না হলেও আফ্রিকায় কিন্তু এরা প্রাণঘাতী। এই প্রবন্ধে আমরা বৃশ্চিক দংশনে যে মন্ত্র তন্ত্র গুলো প্রয়োগ করা হয় সে সম্পর্কে আলোচনা করব। 


বৃশ্চিক দংশন টোটকা


১| যদি বৃশ্চিক দংশন করে, তাহলে কয়েকটা মাছি ধরে মেরে, দংশন স্থানের ওপর বেঁধে দিলে জ্বালা যন্ত্রণা দূর হয়। 

২। ঘরে যদি বৃশ্চিক বেরুতে থাকে, কিংবা আসতে থাকে, তাহলে একটি বৃশ্চিক ধরে ঘরের মধ্যে আগুনে পুড়িয়ে দেবে। তাহলে ঘরে আর বৃশ্চিক আসবে না।

বৃশ্চিক বিষনাশক ঔষধ প্রয়োগ


১। কোনও শুভ মুহূর্তে শ্বেত অপরাজিতার মূল তুলে এনে ডান কানে বেঁধে দিলে বৃশ্চিক বিষ নাশ হয়।

২। পানের মধ্যে সত্যানাশীর মূল দিয়ে খাওয়ালে বিছার বিষ নষ্ট হয়। 

৩। বৃশ্চিক দংশন করলে তাকে হুড়হুড়ে গাছের মূল তুলে ঘসে রোগীকে শুকতে দিলে জ্বালা যন্ত্রণা নাশ হয়।

৪। আপাং গাছের মূল তুলে ঘসে দংশন স্থানে দিলে ও রোগীকে ঘ্রাণ নিতে দিলে। জ্বালা যন্ত্রণা দূর হয়। অথবা আপাংয়ের পাতা ও মূল বেটে দংশন স্থানে প্রলেপ দিলে জ্বালা যন্ত্রণা কমে যায়।


বৃশ্চিক বিষ ঝাড়ন মন্ত্র (১)


“ওঁ নমো সুরে গায় পর্ওয়ত্ নায়। 
সুরে চরে সুকো ববুল্‌ল্ গায়। 
গোবর কিয়ো জিহি মেঁ উপজা বিচ্ছু, 
সাত কালো কংকাওয়ালো সাঁপ অনী ওয়ালো, 
হরো লীলো পীলো উরে তো উতার্, 
নহি তো মোর কণ্ঠ কুংধরি হকারুং 
শব্দ যাচা পিন্‌ড কাঁচা। 
ফুরো মন্ত্র ঈশয়রোওয়াচা ।।

বিধি—গ্রহণকালীন উক্ত মন্ত্র ১০,০০০ (দশ হাজার) জপ করলে মন্ত্র সিদ্ধ হয়। জুতা দ্বারা অথবা নিম ডালের দ্বারা উক্ত সিদ্ধ মন্ত্র ৭ বার পাঠ করে ঝাড়া দিলে ও ফুঁ দিলে জ্বালা যন্ত্রণা কমে যায়।

দ্বিতীয় প্রকার


ওঁ নমো আদেশ গুরু কো,
কিউ রে বিচ্ছু তেঁ কো কাটয়ো, 
গওদ্ গিরো মুখ চাখ্যো মে, 
কাঠানে পানী প্যাড কা কিউ, 
উত্তর জায় উত্তরে তো উতারু, 
চঢ়ে তো উতারু চঢ়ে তো মারু 
নাতর গরুড় মোর হংকারুং
লংকা সা কোর্ট সমুদ্র সী খাঈ
উত্তর্ রে বিচ্ছু জতী হনুমন্ত কী দুহাঈ, 
শব্দ সান্‌চা, পি কান্‌চা,
ফুরো মন্ত্র ঈশয়রোওয়াচা।

বিধি—গ্রহণকালীন উক্ত মন্ত্র ১০,০০০ (দশ হাজার) জপ করলে মন্ত্র সিদ্ধ হয়। উক্ত সিদ্ধ মন্ত্র দ্বারা কিছুটা জল অভিমন্ত্রিত করে মাটিতে ফেললে বিচ্ছু বিষ নষ্ট হয় ও জ্বালা যন্ত্রণা কমে।

তৃতীয় প্রকার


সুরহী কারী গাহ গাহ কী চমরী 
পুছো তে করে গোবরে 
বিছী বিআঈ বীছি তোরে কহ্ জাতি, 
রাবর্ণ অঠারহ জাতিছ কারীছ, 
পীঅরিছ ভূমাধারীছ রত্ন ওয়ারী, 
ছ ছ কুং কুং হুং কুং হুং 
ছাতি উক্ত বীছী হাউ হাউ 
পীর পীর তে কসমারে 
নীলকন্ঠ গরমোর্ মহাদেও কী দুহাঈ, 
ওরা পাওয়তী কী দুহাঈ অনীত টেহরী, 
শডার বন্ ছাই উতরহি বোছো হনুমন্ত কী আজ্ঞা, 
দুহাঈ হনুমন্ত কী।”

বিধি—গ্রহণকালীন উক্ত মন্ত্র ১০,০০০ (দশ হাজার) জপ করলে মন্ত্র সিদ্ধ হয়। উক্ত সিদ্ধ মন্ত্র পাঠ করতে করতে ঝাড়া দিলে বিছার বিষ নষ্ট হয় ও জ্বালা যন্ত্রণা কমে যায়।


চতুর্থ প্রকার


পর্ওয়ত উপর সুরহো গাই।
তে করে গোওয়রে বীছি বিআঈ।
ছঃ কারী ছঃ জোরী ছঃ কা গোতা,
উতারিক বিধা বিছিটা বহিআ
আঠ আঠি নব পোর,
বীছি করে অজোর,
রলি চলু চুলাই করবাঊ,
ঈওয়র্ মহাদেও কী দুহাঈ
জহা গুরু কে পাওয় সরকে
তহহি গুরু কে কুশ কজুরী
তৰ্হি বিষ্ণুপুরী নির্মাজাইকে
দুহাঈ মহাদেও গুরু কে
ঠাবহি ঠাওয় বীছি পারওয়তী।

বিধি—গ্রহণকালীন উক্ত মন্ত্র ১০,০০০ (দশ হাজার) জপ করলে মন্ত্র সিদ্ধ হয়। পরে এই মন্ত্র পাঠ করতে করতে ঝাড়া দিলে বৃশ্চিক বিষ নাশ হয় ও জ্বালা যন্ত্রণা কমে।

পঞ্চম প্রকার


বিচ্ছু তের‍্যায় কে জাতি ছঃ পোয়রীছঃ,
পরওয়ারী বোধা পযানা পসস্বপাউ,
তোরী বিষিতই মেঁ নাহি ঠাউ উপর,
জা সিগধ্যায় খাউ।
শিব ওয়চন্ শিব নারি,
হনুমান কে আন্ মহাদেও আন্
ওরা পাওয়তী কে আন্,
নোনা চমারিন্ কে আন্।
উতারি কে আউ।

বিধি—উপরোক্ত মন্ত্র অনুযায়ী।

ষষ্ঠ প্রকার


অব্ হঠ মুঠি ব্যায়গন্
ভাবি উরু বিছী মতি করুবানি।

বিধি—পূর্বোক্ত মন্ত্র অনুযায়ী।

সপ্তম প্রকার


কায়ো গায়ে শির
মানিকরা মুখ মোড়ো
মরিজাসি অ্যাধনী,
পানী পাওয়ে বাঁধি
উতরি জাসি।

বিধি—উপরিলিখিত মন্ত্র আগেকার মন্ত্রগুলির মতোই সিদ্ধ করে নিয়ে যে লোক বৃশ্চিক দংশন করার জন্য ডাক্‌তে আসবে, তাকেই উক্ত সিদ্ধ মন্ত্র দ্বারা ৭ বার অভিমন্ত্রিত করা জল খাইয়ে দিলে, রোগীর বিষ ও জ্বালা যন্ত্রণা কমবে। যাকে দংশন করেছে তার ওপরেও প্রয়োগ করা যায়।

বৃশ্চিক বিষ চড়ানো মন্ত্র


টুটে খাট্ পুরানে বাণ।
চঢ় জা বীচ্ছু শির কে তান্।

বিধি—গ্রহণকালীন উক্ত মন্ত্র ১০,০০০ (দশ হাজার) জপ করলে মন্ত্র সিদ্ধ হবে। যে জায়গায় বিছে কামড় দিয়েছে, সেখানে উক্ত মন্ত্র ৭ বার পড়ে ৭টি ফুঁ দিলে বিষ আরও
বেড়ে যায়।
Previous Next
No Comments
Add Comment
comment url