শরীর থেকে বিষ ব্যথা কমানোর ঝাড়ন মন্ত্র

যদি কোন ব্যক্তি দীর্ঘদিন যাবত গাত্র বেদনায় ভুগতে থাকেন অথবা শরীরের মধ্যে অজানা কোন ব্যথা বাসা বেধে থাকে। তাহলে শরীর থেকে বিষ ব্যথা কমাতে এই মন্ত্র দুটির যেকোনো একটি প্রয়োগ করতে পারেন অথবা দুটি মন্ত্র একসঙ্গে প্রয়োগ করা যায়। এই মন্ত্র দুটি খুবই বহুল প্রচলিত।

বিষ ঝাড়ন (১) তেলপড়া


হইল মাছের পিঠে কুঁজ।
নাইকো রক্ত নাইকো পূঁজ।
বুনো শিয়ালের তিনটে রোঁ। 
তেল পড়া এই স্বর্গে থো ৷
কার আজ্ঞে ?
মা মনসা দেবীর আজ্ঞে।
কার আজ্ঞে ?
বিষহরি রাইয়ের আজ্ঞে ৷৷

বিধি—নারকেল তেলের ওপর উক্ত মন্ত্র ৩ বার পাঠ করে গরল স্থানে লাগাবে, তাহলে গরল আরোগ্য হয়।

বিষ ঝাড়ন মন্ত্র (২) (লেবুপড়া)


পাতি লেবু হইস তুই রসেতে যে ভরা। 
তোমার গুণেতে বিষ যাইবে যে ত্বরা।
হেঁট মুণ্ডে রহ বিষ উঁচুতে না চা।
মা মনসার আজ্ঞায় তুই শীঘ্র করি যা।।
কার আজ্ঞে?
মা বিষহরি রাইয়ের আজ্ঞে।।

রিধি—উক্ত মন্ত্র দ্বারা পাতি বা কাগজি লেবুকে তিনবার অভিমন্ত্রিত করে সেই লেবুর রস গরল পীড়িত রোগীকে খাওয়ালে সে আরোগ্য হয়।
Previous Next
No Comments
Add Comment
comment url