মনের অভিলাষ পূর্ণ করার একটি তান্ত্রিক পদ্ধতি

মনের অভিলাষ হল একটি সামান্য বা বৃহত্তর ইচ্ছা যা মানব মনের ভিতর থেকে উত্পন্ন হয়। মানব মন একটি জটিল প্রক্রিয়া যা সবসময় চিন্তা করে। মনের অভিলাষ বিভিন্ন ধরণের হতে পারে, যেমন আসক্তি, ইচ্ছা, ক্রমশ কোনো কাজ সম্পর্কে আগ্রহ ইত্যাদি।

মানুষ সব সময় নিজেদের বা অন্যকে সুখ, সফলতা, আনন্দ, প্রেম, ভালবাসা ইত্যাদি অনুভব করতে চায়। এছাড়াও কিছু মানুষ বিশেষ অভিলাষ রাখে যেমন প্রকৃতির সাথে একতা স্থাপন করা, অন্যের সাহায্য করা ইত্যাদি। এই প্রবন্ধে আমরা অভিলাষ বা মনোবাঞ্ছা পূর্ণ করার একটি তান্ত্রিক পদ্ধতি জানবো। শুরু করা যাক...

বিধি— ভাদ্র মাসের অন্ধকার পক্ষের ভরণী নক্ষত্রযুক্ত দিনে চার ঘড়া জল নিয়ে বনে যাবে। সেখানে কোনও একান্ত স্থানে সেগুলি রেখে চুপচাপ চলে আসবে। পরে দ্বিতীয় দিন সেখানে গিয়ে কলসীগুলি দেখবে। তার মধ্যে যদি কোন কলসী খালি থাকে তাকে নিয়ে ফিরে আসবে। অন্যগুলি খালী করে সেখানেই রেখে আসবে। এবার খালি কলসীটি ঘরে এনে কোন গোপন স্থানে রাখবে। প্রত্যহ ঘুম থেকে উঠে পূজা করবে। তাহলে লক্ষ্মী প্রসন্না হয়ে তার দুঃখ-দারিদ্র্য দূর করবে।
Previous Next
No Comments
Add Comment
comment url